Logo
×

Follow Us

বিশ্ববাণিজ্য

ভারতের পণ্যে ৫০ শতাংশ শুল্ক আজ থেকে কার্যকর, নোটিশ দিল যুক্তরাষ্ট্র

ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আজ বুধবার থেকে আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ফলে দেশটির পণ্যে মার্কিন শুল্কের হার দাঁড়াবে ৫০ শতাংশে।

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

Published: ২৭ আগস্ট ২০২৫

ভারতের পণ্যে ৫০ শতাংশ শুল্ক আজ থেকে কার্যকর, নোটিশ দিল যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

শুনুন | ৮:৪৮ মিনিট

ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আজ বুধবার থেকে আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ফলে দেশটির পণ্যে মার্কিন শুল্কের হার দাঁড়াবে ৫০ শতাংশে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন নির্বাহী আদেশের মাধ্যমে এ সিদ্ধান্ত কার্যকর হবে। দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ ইতোমধ্যে কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের মাধ্যমে এ সংক্রান্ত নোটিশ জারি করেছে। খবর রয়টার্স।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন শুল্ক কার্যকর হবে বুধবার রাত ১২টা ১ মিনিট থেকে। এরই মধ্যে ভারতের বাজারে এর প্রভাব পড়তে শুরু করেছে। মঙ্গলবার সকালে রুপির মান ০.২ শতাংশ কমে দাঁড়ায় ডলারপ্রতি ৮৭.৭৫ রুপিতে, যদিও একই সময়ে বিশ্বের অন্যান্য মুদ্রার বিপরীতে ডলার শক্তিশালী হয়নি। ভারতের শেয়ারবাজারের প্রধান সূচকও প্রায় ০.৭ শতাংশ হারে পতন হয়েছে।

হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা ও মার্কিন অর্থমন্ত্রী অভিযোগ করেছেন, রাশিয়ার তেল ক্রয় বাড়িয়ে ভারত পরোক্ষভাবে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তা করছে। বর্তমানে ভারতের মোট আমদানির ৪২ শতাংশই রাশিয়ার তেল, যা যুদ্ধের আগে ছিল মাত্র ১ শতাংশ।

ভারতের বাণিজ্য মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য না করলেও মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, সরকার রপ্তানিকারকদের আর্থিক সহায়তা দেবে এবং বিকল্প বাজারে প্রবেশে উৎসাহিত করবে। ইতোমধ্যে প্রায় ৫০টি দেশ চিহ্নিত করা হয়েছে যেখানে ভারতীয় টেক্সটাইল, প্রক্রিয়াজাত খাদ্য, চামড়াজাত পণ্য ও সামুদ্রিক খাদ্যের রপ্তানি বাড়ানো সম্ভব।

রপ্তানিকারক সংগঠনগুলোর হিসাবে, অতিরিক্ত শুল্কের ফলে যুক্তরাষ্ট্রে ভারতের ৮৭ বিলিয়ন ডলারের রপ্তানির প্রায় ৫৫ শতাংশ ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে ভিয়েতনাম, বাংলাদেশ ও চীনের মতো প্রতিদ্বন্দ্বী দেশগুলো লাভবান হবে।

মন্তব্য করুন

আরও পড়ুন