Logo
×

Follow Us

বিশ্ববাণিজ্য

বিশ্ববাজারে স্বর্ণের দাম নিম্নমুখী, কীসের প্রভাব?

আজ সোমবার (৭ জুলাই) স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্সে ৩ হাজার ৩১১ দশমিক ০৯ ডলারে নেমে আসে।

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

Published: ০৭ জুলাই ২০২৫

বিশ্ববাজারে স্বর্ণের দাম নিম্নমুখী, কীসের প্রভাব?

ছবি: সংগৃহীত

শুনুন | ৮:৪৮ মিনিট

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিক বাণিজ্য চুক্তিতে অগ্রগতির ইঙ্গিত এবং শুল্ক কার্যকর স্থগিত রাখার ঘোষণা দেওয়ার পর বিশ্ববাজারে স্বর্ণের দাম কমে গেছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, সোমবার (৭ জুলাই) স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্সে ৩ হাজার ৩১১ দশমিক ০৯ ডলারে নেমে আসে। একই সময়ে মার্কিন স্বর্ণের ফিউচার শূন্য দশমিক ৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩ হাজার ৩২০ দশমিক ৩০ ডলারে।

গতকাল রবিবার ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র কয়েকটি বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার পথে রয়েছে। অন্যান্য দেশগুলোকে উচ্চ শুল্কের বিষয়ে ৯ জুলাইয়ের মধ্যে জানানো হবে, যা কার্যকর হবে ১ আগস্ট থেকে। এর আগে এপ্রিল মাসে ট্রাম্প বেশিরভাগ দেশের জন্য ১০ শতাংশ বেস ট্যারিফ এবং অতিরিক্ত ৫০ শতাংশ শুল্ক ঘোষণা করেছিলেন। তবে কার্যকর হওয়ার তারিখ পিছিয়ে ৯ জুলাই করা হয়, যা আবারও তিন সপ্তাহের জন্য স্থগিত করা হলো।

ওএএনডিএর জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক কেলভিন ওং বলেন, ‘যুক্তরাষ্ট্রের এই সাময়িক স্থগিতাদেশে স্বর্ণের দামে কিছুটা দুর্বলতা দেখা দিয়েছে। দাম আবারও ৩ হাজার ৩২০ ডলারের এর আশেপাশে ওঠানামা করবে। স্বল্পমেয়াদে প্রতিরোধের সীমা হবে ৩ হাজার ৩৬০ ডলার।’

এদিকে ট্রাম্প জানান, যেসব দেশ ব্রিকস জোটের ‘আমেরিকা-বিরোধী নীতি’ অনুসরণ করছে, তাদের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।

শুল্ক বৃদ্ধির আশঙ্কায় মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এর ফলে ফেডারেল রিজার্ভের সুদহার কমানোর সম্ভাবনাও কমে গেছে। বাজারের পূর্বাভাস অনুযায়ী, জুলাইয়ে সুদহার অপরিবর্তিত থাকতে পারে এবং বছরের শেষ নাগাদ মাত্র দুটি কোয়ার্টার-পয়েন্ট কমানোর সুযোগ রয়েছে। এর মধ্যে ট্রাম্প কর ও ব্যয় হ্রাসের একটি বড় প্যাকেজে স্বাক্ষর করেছেন, যা মার্কিন ঋণে ৩ ট্রিলিয়ন ডলার যোগ করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এছাড়া সোমবার স্পট সিলভার শূন্য দশমিক ৯ শতাংশ কমে ৩৬ দশমিক ৫৮ ডলার, প্ল্যাটিনাম ২ দশমিক ৪ শতাংশ কমে ১ হাজার ৩৫৮ দশমিক ৬২ ডলার এবং প্যালাডিয়াম ১ দশমিক ৯ শতাংশ কমে ১ হাজার ১১৩ দশমিক ২৩ ডলার প্রতি আউন্সে বেচাকেনা হচ্ছে।

মন্তব্য করুন

আরও পড়ুন