প্রিন্টঃ ২৬ অক্টোবর ২০২৫
যুক্তরাষ্ট্রের ‘শুল্ক চাপ’ কমাতে বোয়িংয়ের ২৫টি বিমান কিনছে বাংলাদেশ
বাণিজ্য সচিব জানান, শুরুতে ১৪টি নতুন বিমান কেনার পরিকল্পনা ছিল, এখন তা বেড়ে ২৫টিতে দাঁড়িয়েছে।
ডেইলি সান রিপোর্ট
প্রকাশঃ ২৮ জুলাই ২০২৫
শেয়ার করার বিকল্পগুলি
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে এবং ট্রাম্প প্রশাসনের আরোপিত উচ্চ শুল্কের চাপ হ্রাসের লক্ষ্যে বোয়িং কোম্পানি থেকে ২৫টি বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। একইসঙ্গে দেশটি যুক্তরাষ্ট্র থেকে গম, সয়াবিন তেল ও তুলাসহ গুরুত্বপূর্ণ পণ্য আমদানি বাড়াচ্ছে। খবর রয়টার্সের।
রবিবার (২৮ জুলাই) এক সংবাদ সম্মেলনে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান, ‘আমাদের নতুন বিমান জরুরি ভিত্তিতে প্রয়োজন। শুরুতে ১৪টি বিমানের পরিকল্পনা ছিল, এখন তা বেড়ে ২৫টিতে দাঁড়িয়েছে।’
এই সিদ্ধান্ত মূলত যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের প্রায় ৬ বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি কমানোর কৌশলের অংশ, যাতে করে যুক্তরাষ্ট্র কর্তৃক আরোপযোগ্য ৩৫ শতাংশ অতিরিক্ত শুল্কের সম্ভাব্য প্রভাব মোকাবিলা করা যায়। এমন শুল্ক আরোপ হলে বিশেষ করে তৈরি পোশাক খাত সবচেয়ে বেশি ঝুঁকির মুখে পড়বে, যা বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি খাত এবং যুক্তরাষ্ট্রের অন্যতম বড় বাজার।
বোয়িংয়ের বিমান কেনার পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে খাদ্যশস্য আমদানিও বাড়ানো হচ্ছে। চলতি মাসের শুরুতে সই হওয়া এক নতুন চুক্তি অনুযায়ী, আগামী পাঁচ বছর ধরে প্রতিবছর ৭ লাখ টন গম আমদানি করবে বাংলাদেশ।
সরকার আশা করছে, এই উদ্যোগগুলোর মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় হবে এবং সম্ভাব্য শুল্ক হ্রাসে সহায়ক ভূমিকা রাখবে।
শেয়ার করার বিকল্পগুলি
বিশ্ববাণিজ্য থেকে আরও
যুক্তরাষ্ট্রের ‘শুল্ক চাপ’ কমাতে বোয়িংয়ের ২৫টি বিমান কিনছে বাংলাদেশ
বাণিজ্য সচিব জানান, শুরুতে ১৪টি নতুন বিমান কেনার পরিকল্পনা ছিল, এখন তা বেড়ে ২৫টিতে দাঁড়িয়েছে।
ডেইলি সান রিপোর্ট
Published: ২৮ জুলাই ২০২৫
শেয়ার করার বিকল্পগুলি
ছবি: রয়টার্স
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে এবং ট্রাম্প প্রশাসনের আরোপিত উচ্চ শুল্কের চাপ হ্রাসের লক্ষ্যে বোয়িং কোম্পানি থেকে ২৫টি বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। একইসঙ্গে দেশটি যুক্তরাষ্ট্র থেকে গম, সয়াবিন তেল ও তুলাসহ গুরুত্বপূর্ণ পণ্য আমদানি বাড়াচ্ছে। খবর রয়টার্সের।
রবিবার (২৮ জুলাই) এক সংবাদ সম্মেলনে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান, ‘আমাদের নতুন বিমান জরুরি ভিত্তিতে প্রয়োজন। শুরুতে ১৪টি বিমানের পরিকল্পনা ছিল, এখন তা বেড়ে ২৫টিতে দাঁড়িয়েছে।’
এই সিদ্ধান্ত মূলত যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের প্রায় ৬ বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি কমানোর কৌশলের অংশ, যাতে করে যুক্তরাষ্ট্র কর্তৃক আরোপযোগ্য ৩৫ শতাংশ অতিরিক্ত শুল্কের সম্ভাব্য প্রভাব মোকাবিলা করা যায়। এমন শুল্ক আরোপ হলে বিশেষ করে তৈরি পোশাক খাত সবচেয়ে বেশি ঝুঁকির মুখে পড়বে, যা বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি খাত এবং যুক্তরাষ্ট্রের অন্যতম বড় বাজার।
বোয়িংয়ের বিমান কেনার পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে খাদ্যশস্য আমদানিও বাড়ানো হচ্ছে। চলতি মাসের শুরুতে সই হওয়া এক নতুন চুক্তি অনুযায়ী, আগামী পাঁচ বছর ধরে প্রতিবছর ৭ লাখ টন গম আমদানি করবে বাংলাদেশ।
সরকার আশা করছে, এই উদ্যোগগুলোর মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় হবে এবং সম্ভাব্য শুল্ক হ্রাসে সহায়ক ভূমিকা রাখবে।



