প্রিন্টঃ ২৬ অক্টোবর ২০২৫
বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প
এর আগের ঘোষণায় বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশঃ ০৮ জুলাই ২০২৫
শেয়ার করার বিকল্পগুলি
প্রায় তিন মাস ধরে আলোচনার পর বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর অবশেষে ৩৫ শতাংশ শুল্ক নির্ধারণ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দিয়েছেন তিনি।
এদিন তিনি ১৪টি বাণিজ্যিক অংশীদারের ওপর নতুন করে শুল্ক আরোপ করে চিঠি দিয়েছেন। যার মধ্যে এসব দেশের ওপর সর্বোচ্চ ৪০ শতাংশ থেকে সর্বনিম্ন ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হয়েছে। এই তালিকার মাঝামাঝিতে বাংলাদেশও রয়েছে। আগামী ১ আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হবে।
ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি এখনও আলোচনার জন্য উন্মুক্ত। তিনি চুক্তিতে পৌঁছনোর জন্য নমনীয় হতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছেন।
ট্রাম্প আরও বলেন, ‘আমরা যুক্তরাজ্যের সঙ্গে একটি চুক্তি করেছি, আমরা চীনের সঙ্গে একটি চুক্তি করেছি, আমরা ভারতের সঙ্গে একটি চুক্তি করার কাছাকাছি... আমরা যাদের সঙ্গে দেখা করেছি, আমরা মনে করি না আমরা একটি চুক্তি করতে সক্ষম হব। তাই আমরা কেবল তাদের একটি চিঠি পাঠাচ্ছি।’
ট্রাম্প যেসব দেশের কাছে চিঠি পাঠিয়েছেন, তার মধ্যে রয়েছে- লাওসে ৪০ শতাংশ শুল্ক; মিয়ানমারের ওপর ৪০ শতাংশ শুল্ক, থাইল্যান্ডের ওপর ৩৬ শতাংশ, কম্বোডিয়ার ওপর ৩৬ শতাংশ, বাংলাদেশের ওপর ৩৫ শতাংশ শুল্ক। এছাড়াও সার্বিয়ার পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক, ইন্দোনেশিয়ার ওপর ৩২ শতাংশ, দক্ষিণ আফ্রিকার পণ্যে ৩০ শতাংশ, বসনিয়া ও হার্জেগোভিনার ওপর ৩০ শতাংশ, মালয়েশিয়ার ওপর ২৫ শতাংশ, তিউনিসিয়ার ওপর ২৫ শতাংশ, জাপানের পণ্যে ২৫ শতাংশ, দক্ষিণ কোরিয়ার ওপর ২৫ শতাংশ এবং কাজাখস্তানের পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন ট্রাম্প।
বিভিন্ন দেশের ওপর গত ২ এপ্রিল উচ্চ হারে পারস্পরিক বা পাল্টা শুল্ক (রেসিপ্রোকাল ট্যারিফ) আরোপ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে সময় বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল। এর আগে, দেশটিতে বাংলাদেশি পণ্যের ওপর গড়ে ১৫ শতাংশ করে শুল্ক ছিল।
শেয়ার করার বিকল্পগুলি
বিশ্ববাণিজ্য থেকে আরও
বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প
এর আগের ঘোষণায় বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
Published: ০৮ জুলাই ২০২৫
শেয়ার করার বিকল্পগুলি
ছবি: সংগৃহীত
প্রায় তিন মাস ধরে আলোচনার পর বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর অবশেষে ৩৫ শতাংশ শুল্ক নির্ধারণ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দিয়েছেন তিনি।
এদিন তিনি ১৪টি বাণিজ্যিক অংশীদারের ওপর নতুন করে শুল্ক আরোপ করে চিঠি দিয়েছেন। যার মধ্যে এসব দেশের ওপর সর্বোচ্চ ৪০ শতাংশ থেকে সর্বনিম্ন ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হয়েছে। এই তালিকার মাঝামাঝিতে বাংলাদেশও রয়েছে। আগামী ১ আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হবে।
ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি এখনও আলোচনার জন্য উন্মুক্ত। তিনি চুক্তিতে পৌঁছনোর জন্য নমনীয় হতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছেন।
ট্রাম্প আরও বলেন, ‘আমরা যুক্তরাজ্যের সঙ্গে একটি চুক্তি করেছি, আমরা চীনের সঙ্গে একটি চুক্তি করেছি, আমরা ভারতের সঙ্গে একটি চুক্তি করার কাছাকাছি... আমরা যাদের সঙ্গে দেখা করেছি, আমরা মনে করি না আমরা একটি চুক্তি করতে সক্ষম হব। তাই আমরা কেবল তাদের একটি চিঠি পাঠাচ্ছি।’
ট্রাম্প যেসব দেশের কাছে চিঠি পাঠিয়েছেন, তার মধ্যে রয়েছে- লাওসে ৪০ শতাংশ শুল্ক; মিয়ানমারের ওপর ৪০ শতাংশ শুল্ক, থাইল্যান্ডের ওপর ৩৬ শতাংশ, কম্বোডিয়ার ওপর ৩৬ শতাংশ, বাংলাদেশের ওপর ৩৫ শতাংশ শুল্ক। এছাড়াও সার্বিয়ার পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক, ইন্দোনেশিয়ার ওপর ৩২ শতাংশ, দক্ষিণ আফ্রিকার পণ্যে ৩০ শতাংশ, বসনিয়া ও হার্জেগোভিনার ওপর ৩০ শতাংশ, মালয়েশিয়ার ওপর ২৫ শতাংশ, তিউনিসিয়ার ওপর ২৫ শতাংশ, জাপানের পণ্যে ২৫ শতাংশ, দক্ষিণ কোরিয়ার ওপর ২৫ শতাংশ এবং কাজাখস্তানের পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন ট্রাম্প।
বিভিন্ন দেশের ওপর গত ২ এপ্রিল উচ্চ হারে পারস্পরিক বা পাল্টা শুল্ক (রেসিপ্রোকাল ট্যারিফ) আরোপ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে সময় বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল। এর আগে, দেশটিতে বাংলাদেশি পণ্যের ওপর গড়ে ১৫ শতাংশ করে শুল্ক ছিল।



