Logo
×

Follow Us

বাণিজ্য

আইসিসিবিতে শুরু হলো জাতীয় ফার্নিচার মেলা

পাঁচ দিনব্যাপী এই মেলা চলবে আগামী ১৮ অক্টোবর পর্যন্ত।

ডেইলি সান রিপোর্ট

Published: ১৪ অক্টোবর ২০২৫

আইসিসিবিতে শুরু হলো জাতীয় ফার্নিচার মেলা

ছবি: সংগৃহীত

শুনুন | ৮:৪৮ মিনিট

‘আমার দেশ, আমার আশা- দেশীয় ফার্নিচারে সাজাবো বাসা’ স্লোগানে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হলো ২০তম জাতীয় ফার্নিচার মেলা। বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির আয়োজনে এই মেলা শুরু হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ১২টায় আইসিসিবির রাজদর্শন হলে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ এবং বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ড. কে এম আকতারুজ্জামান।

উদ্বোধনী দিনে মেলায় শিশুদের নিয়ে একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে মোট ২০ জন শিশুকে পুরস্কৃত করা হবে, যার মোট অর্থমূল্য প্রায় দুই লাখ টাকা।

পাঁচ দিনব্যাপী এই মেলা চলবে আগামী ১৮ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য এটি উন্মুক্ত থাকবে এবং দর্শনার্থীরা বিনামূল্যে প্রবেশ করতে পারবেন।

এবারের মেলায় দেশের ৪৮টি শীর্ষস্থানীয় আসবাবপত্র কোম্পানি অংশগ্রহণ করছে। অংশগ্রহণকারী ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে হাতিল, নাভানা, পারটেক্স, অটোবি, নাদিয়া, ওমেগা, আখতার, ব্রাদার্স এবং রিগ্যালের মতো বিখ্যাত প্রতিষ্ঠান।

কোম্পানিগুলো মেলায় ২৭৮টি স্টলে তাদের সর্বাধুনিক নকশা ও নতুন পণ্য প্রদর্শন করছে। মেলাটি আইসিসিবির হল-১ গুলনকশা, হল-২ পুষ্পগুচ্ছ এবং হল-৩ রাজদর্শন- এই তিনটি হলে অনুষ্ঠিত হচ্ছে।

মেলার সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ডিজাইন অ্যান্ড টেকনোলজি সেন্টার এবং পার্টনার হিসেবে থাকছে অ্যাকসেস ইনফোটেক।
 

মন্তব্য করুন

আরও পড়ুন