Logo
×

Follow Us

নিত্যপণ্য

বৃষ্টিতে চড়া সবজির দাম, বেড়েছে ডিম-মুরগিরও

ডিমের দাম সাড়ে ১২% বেড়েছে। ব্রয়লার মুরগিতে কিছুটা স্বস্তি।

ডেইলি সান রিপোর্ট

Published: ০১ আগস্ট ২০২৫

বৃষ্টিতে চড়া সবজির দাম, বেড়েছে ডিম-মুরগিরও

ছবি: সংগৃহীত

শুনুন | ৮:৪৮ মিনিট

রাজধানীর খুচরা বাজারে গত এক সপ্তাহে ডিমের দাম ডজনে ১৫ থেকে ২০ টাকা বেড়েছে। বর্তমানে প্রতি ডজন ডিম ১৩৫ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। এর আগে দীর্ঘদিন ধরে এর দাম ১২০ থেকে ১২৫ টাকার মধ্যে ছিল। একই সঙ্গে বাজারে শাক-সবজির দামও বেড়েছে, তবে ব্রয়লার মুরগির দাম রয়েছে ক্রেতার সাধ্যের মধ্যে।

রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ফার্মের মুরগির ডিমের দাম হঠাৎ করে প্রায় সাড়ে ১২ শতাংশ বেড়েছে। ডিম বিক্রেতারা বলছেন, আড়তে দাম বাড়ার কারণে খুচরা বাজারে এর প্রভাব পড়েছে। অন্যদিকে, তেজগাঁও ডিম ব্যবসায়ী সমিতির সভাপতি আমান উল্লাহ জানিয়েছেন, বাজারে সবজির দাম বাড়ায় ডিমের চাহিদা অনেক বেড়েছে, যার ফলে দামও বেড়েছে। তবে ডিমের সরবরাহ স্বাভাবিক রয়েছে।

বর্ষাকালে অতিবৃষ্টির কারণে সবজির ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ায় বাজারে সবজির সরবরাহ কম। এর ফলে দাম বেড়েছে প্রায় সব ধরনের সবজির। বর্তমানে বাজারে বিভিন্ন সবজির কেজিপ্রতি দাম- করলা ৯০ থেকে ১০০ টাকা। বরবটি ৮০ থেকে ১০০ টাকা। 

কাঁকরোল ৮০ টাকা, বেগুন ৮০ থেকে ১২০ টাকা, পটোল ৫০ থেকে ৬০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, ধুন্দুল ও চিচিঙ্গা ৬০ থেকে ৭০ টাকা, টমেটো ১৫০ থেকে ১৮০ টাকা, শসা ৭০ থেকে ৮০ টাকা, কাঁচা মরিচ ২০০ থেকে ২৪০ টাকা। এছাড়া, চালকুমড়া প্রতি পিস ৫০ থেকে ৬০ টাকা, লম্বা লাউ ৭০ থেকে ৮০ টাকা এবং পেঁপে ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

মুরগির বাজারে ব্রয়লার মুরগির দামে কিছুটা স্বস্তি থাকলেও সোনালি মুরগির দাম বেশ চড়া। ব্রয়লার মুরগি ১৬০ থেকে ১৭০ টাকা কেজি, সোনালি মুরগি ২৮০ থেকে ৩২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

অন্যান্য নিত্যপণ্যের মধ্যে আলুর দাম কিছুটা স্থিতিশীল থাকলেও পেঁয়াজ, আদা ও রসুনের দামও বেশি।  আলু প্রতি কেজি ২৫ থেকে ৩০ টাকা, পেঁয়াজ ৬০ থেকে ৬৫ টাকা, দেশি আদা ১৩০ থেকে ১৫০ টাকা, দেশি রসুন ১২০ থেকে ১৩০ টাকা, আমদানি করা রসুন ১৫০ থেকে ১৮০ টাকা, দেশি মসুর ডাল (চিকন দানা) ১৪০ টাকা, আমদানি করা মসুর ডাল (মোটা দানা) ১১৫ থেকে ১২০ টাকা।

  

মন্তব্য করুন

আরও পড়ুন