প্রিন্টঃ ২৬ অক্টোবর ২০২৫
পিপিআরসির জরিপ
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে ৭০% মানুষ উদ্বিগ্ন
প্রায় ২০ শতাংশ মানুষ আর্থিক সংকটে আছেন। এদের মধ্যে ৬৭ শতাংশ চিকিৎসা ব্যয় এবং ২৭ শতাংশ ঋণ পরিশোধ নিয়ে সমস্যায় পড়েছেন।
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশঃ ২৪ সেপ্টেম্বর ২০২৫
শেয়ার করার বিকল্পগুলি
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ। জরিপের পারিবারিক মনস্তত্ত্ব অংশের ফলাফল তুলে ধরে বলা হয়েছে, প্রায় ২০ শতাংশ মানুষ আর্থিক সংকটে আছেন। এদের মধ্যে ৬৭ শতাংশ চিকিৎসা ব্যয় এবং ২৭ শতাংশ ঋণ পরিশোধ নিয়ে সমস্যায় পড়েছেন। সমাজের নানা আর্থিক, রাজনৈতিক ও পারিবারিক উদ্বেগের কারণে প্রায় ৪৬ শতাংশ মানুষ ভবিষ্যৎ নিয়ে আশা হারিয়েছেন। ঘুষ আগের তুলনায় কমলেও হয়রানির শিকার মানুষ বলছেন, ৭৪ শতাংশ ক্ষেত্রে টাকা ছাড়া কোনো কাজ হয় না।
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) জরিপে এই চিত্র উঠে এসেছে। গত সোমবার রাতে ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত ‘পরিবার পর্যায়ে মনস্তাত্ত্বিক অবস্থান’ শীর্ষক এক আলোচনায় সংস্থাটির সাম্প্রতিক জরিপের ফলাফল উপস্থাপন করা হয়। গত মে মাসে দেশের আট হাজার ৬৭টি খানার মধ্যে এই জরিপ পরিচালিত হয়।
এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান। জরিপে মানুষের উদ্বেগের কারণগুলোও তুলে ধরা হয়েছে। এতে দেখা যায়, সন্তানের শিক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ৬৫ শতাংশ মানুষ। এ ছাড়া কিশোর অপরাধ ও মাদক নিয়ে উদ্বিগ্ন হয়েছেন যথাক্রমে ৫৫ ও ৫৬ শতাংশ মানুষ।
ব্যক্তিগত আকাঙ্ক্ষার বিষয়ে ৫৩ শতাংশ মানুষ সামাজিক সম্মানের কথা বলেছেন। একই সঙ্গে তারা অর্থনৈতিক ও স্বাস্থ্যসেবার উন্নতি প্রত্যাশা করেছেন। রাজনৈতিক আকাঙ্ক্ষার ক্ষেত্রে ৫৬ শতাংশ মানুষ দুর্নীতি প্রতিরোধের কথা উল্লেখ করেছেন। সার্বিকভাবে নানা সংকট ও উদ্বেগের কারণে প্রায় ৪৬ শতাংশ মানুষ ভবিষ্যৎ নিয়ে আশা হারালেও ৫৪ শতাংশ মানুষ এখনো হাল ছাড়তে নারাজ।
সেমিনারের প্যানেল আলোচনায় সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলেন, রাষ্ট্রকে কাঠামোগতভাবে অপ্রাতিষ্ঠানিক রূপ দিয়ে গোষ্ঠীতন্ত্র কায়েম করা হয়েছে। এখানে যারা সংগঠিত তারা সুবিধা নিচ্ছে, কিন্তু জনগণ অসংগঠিত থাকায় তাদের ভাগ পাচ্ছে না। আগে সমাজে অর্থ উপার্জন তৃতীয় প্রধান বিষয় থাকলেও এখন মানুষ যেকোনো উপায়ে অর্থ উপার্জনকে প্রাধান্য দিচ্ছে। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের চেয়ে বেশি লড়াকু মনোভাব কারো নেই। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত এই মনোভাবই মানুষকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
হোসেন জিল্লুর রহমান বলেন, মূল্যস্ফীতি বা দ্রব্যমূল্যের বৃদ্ধি সবার জন্য প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্বেগের কারণ। অনেকের আয় কমে যাওয়া মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের জন্য বড় উদ্বেগের বিষয়। উচ্চবিত্তদের আয়ের ক্ষেত্রেও কিছুটা পতন লক্ষ করা গেছে। এ ছাড়া অনেক উদ্যোক্তা পুঁজির অভাব (ক্যাপিটাল শর্টেজ) অনুভব করছেন। অন্যদিকে উচ্চবিত্তদের জন্য ঋণ পরিশোধ (লোন রিপেমেন্ট) দ্বিতীয় প্রধান উদ্বেগের জায়গা দখল করেছে। তৃতীয় উদ্বেগ হলো—খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে ৪০ শতাংশ দরিদ্র পরিবার।
গবেষণা প্রতিষ্ঠান ঢাকা ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড অ্যানালিটিকসের (দায়রা) গবেষক ভূঁইয়া মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, তরুণদের ক্ষোভ বাড়লেও তাতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দুর্বল হবে না। কারণ প্রতিষ্ঠানগুলোর অপ্রাতিষ্ঠানিক পরিচালনা পদ্ধতির কারণেই ক্ষোভ বাড়ছে। কেন বারবার অভ্যুত্থান হলেও সংস্কার হয়নি, সেটিই বড় প্রশ্ন। হয়রানির বিষয়গুলো সবসময় অর্থের সঙ্গে সংশ্লিষ্ট নয়, বরং কাগজে সেবা থাকার পরও বাস্তবে তা না পাওয়ার কারণে এ সমস্যা হচ্ছে। শহরাঞ্চলে হয়রানির প্রবণতা বেশি, সম্ভবত সেখানে ভাসমান মানুষের সংখ্যা বেশি থাকায়। বিষয়টি আরও খতিয়ে দেখা প্রয়োজন। তিনি এই জরিপ প্রতিবছর করার আহ্বান জানান।
মুক্ত আলোচনায় অংশ নিয়ে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান বলেন, মানুষের বড় অংশ আশাবাদী নন, এটি হতাশাজনক। কেন এত দ্রুত মানুষের একটি বড় অংশ আশা হারিয়ে ফেললেন, তা গভীরভাবে চিন্তা করতে হবে। [সূত্র: কালের কণ্ঠ]
শেয়ার করার বিকল্পগুলি
নিত্যপণ্য থেকে আরও
পিপিআরসির জরিপ
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে ৭০% মানুষ উদ্বিগ্ন
প্রায় ২০ শতাংশ মানুষ আর্থিক সংকটে আছেন। এদের মধ্যে ৬৭ শতাংশ চিকিৎসা ব্যয় এবং ২৭ শতাংশ ঋণ পরিশোধ নিয়ে সমস্যায় পড়েছেন।
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
Published: ২৪ সেপ্টেম্বর ২০২৫
শেয়ার করার বিকল্পগুলি
ছবি: সংগৃহীত
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ। জরিপের পারিবারিক মনস্তত্ত্ব অংশের ফলাফল তুলে ধরে বলা হয়েছে, প্রায় ২০ শতাংশ মানুষ আর্থিক সংকটে আছেন। এদের মধ্যে ৬৭ শতাংশ চিকিৎসা ব্যয় এবং ২৭ শতাংশ ঋণ পরিশোধ নিয়ে সমস্যায় পড়েছেন। সমাজের নানা আর্থিক, রাজনৈতিক ও পারিবারিক উদ্বেগের কারণে প্রায় ৪৬ শতাংশ মানুষ ভবিষ্যৎ নিয়ে আশা হারিয়েছেন। ঘুষ আগের তুলনায় কমলেও হয়রানির শিকার মানুষ বলছেন, ৭৪ শতাংশ ক্ষেত্রে টাকা ছাড়া কোনো কাজ হয় না।
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) জরিপে এই চিত্র উঠে এসেছে। গত সোমবার রাতে ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত ‘পরিবার পর্যায়ে মনস্তাত্ত্বিক অবস্থান’ শীর্ষক এক আলোচনায় সংস্থাটির সাম্প্রতিক জরিপের ফলাফল উপস্থাপন করা হয়। গত মে মাসে দেশের আট হাজার ৬৭টি খানার মধ্যে এই জরিপ পরিচালিত হয়।
এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান। জরিপে মানুষের উদ্বেগের কারণগুলোও তুলে ধরা হয়েছে। এতে দেখা যায়, সন্তানের শিক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ৬৫ শতাংশ মানুষ। এ ছাড়া কিশোর অপরাধ ও মাদক নিয়ে উদ্বিগ্ন হয়েছেন যথাক্রমে ৫৫ ও ৫৬ শতাংশ মানুষ।
ব্যক্তিগত আকাঙ্ক্ষার বিষয়ে ৫৩ শতাংশ মানুষ সামাজিক সম্মানের কথা বলেছেন। একই সঙ্গে তারা অর্থনৈতিক ও স্বাস্থ্যসেবার উন্নতি প্রত্যাশা করেছেন। রাজনৈতিক আকাঙ্ক্ষার ক্ষেত্রে ৫৬ শতাংশ মানুষ দুর্নীতি প্রতিরোধের কথা উল্লেখ করেছেন। সার্বিকভাবে নানা সংকট ও উদ্বেগের কারণে প্রায় ৪৬ শতাংশ মানুষ ভবিষ্যৎ নিয়ে আশা হারালেও ৫৪ শতাংশ মানুষ এখনো হাল ছাড়তে নারাজ।
সেমিনারের প্যানেল আলোচনায় সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলেন, রাষ্ট্রকে কাঠামোগতভাবে অপ্রাতিষ্ঠানিক রূপ দিয়ে গোষ্ঠীতন্ত্র কায়েম করা হয়েছে। এখানে যারা সংগঠিত তারা সুবিধা নিচ্ছে, কিন্তু জনগণ অসংগঠিত থাকায় তাদের ভাগ পাচ্ছে না। আগে সমাজে অর্থ উপার্জন তৃতীয় প্রধান বিষয় থাকলেও এখন মানুষ যেকোনো উপায়ে অর্থ উপার্জনকে প্রাধান্য দিচ্ছে। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের চেয়ে বেশি লড়াকু মনোভাব কারো নেই। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত এই মনোভাবই মানুষকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
হোসেন জিল্লুর রহমান বলেন, মূল্যস্ফীতি বা দ্রব্যমূল্যের বৃদ্ধি সবার জন্য প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্বেগের কারণ। অনেকের আয় কমে যাওয়া মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের জন্য বড় উদ্বেগের বিষয়। উচ্চবিত্তদের আয়ের ক্ষেত্রেও কিছুটা পতন লক্ষ করা গেছে। এ ছাড়া অনেক উদ্যোক্তা পুঁজির অভাব (ক্যাপিটাল শর্টেজ) অনুভব করছেন। অন্যদিকে উচ্চবিত্তদের জন্য ঋণ পরিশোধ (লোন রিপেমেন্ট) দ্বিতীয় প্রধান উদ্বেগের জায়গা দখল করেছে। তৃতীয় উদ্বেগ হলো—খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে ৪০ শতাংশ দরিদ্র পরিবার।
গবেষণা প্রতিষ্ঠান ঢাকা ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড অ্যানালিটিকসের (দায়রা) গবেষক ভূঁইয়া মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, তরুণদের ক্ষোভ বাড়লেও তাতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দুর্বল হবে না। কারণ প্রতিষ্ঠানগুলোর অপ্রাতিষ্ঠানিক পরিচালনা পদ্ধতির কারণেই ক্ষোভ বাড়ছে। কেন বারবার অভ্যুত্থান হলেও সংস্কার হয়নি, সেটিই বড় প্রশ্ন। হয়রানির বিষয়গুলো সবসময় অর্থের সঙ্গে সংশ্লিষ্ট নয়, বরং কাগজে সেবা থাকার পরও বাস্তবে তা না পাওয়ার কারণে এ সমস্যা হচ্ছে। শহরাঞ্চলে হয়রানির প্রবণতা বেশি, সম্ভবত সেখানে ভাসমান মানুষের সংখ্যা বেশি থাকায়। বিষয়টি আরও খতিয়ে দেখা প্রয়োজন। তিনি এই জরিপ প্রতিবছর করার আহ্বান জানান।
মুক্ত আলোচনায় অংশ নিয়ে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান বলেন, মানুষের বড় অংশ আশাবাদী নন, এটি হতাশাজনক। কেন এত দ্রুত মানুষের একটি বড় অংশ আশা হারিয়ে ফেললেন, তা গভীরভাবে চিন্তা করতে হবে। [সূত্র: কালের কণ্ঠ]



