প্রিন্টঃ ২৬ অক্টোবর ২০২৫
এপ্রিলে এলপিজির দাম নির্ধারণ, সন্ধ্যা থেকে কার্যকর
চলতি মাস এপ্রিলের জন্য ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ৪৫০ টাকায় অপরিবর্তিত রাখার ঘোষণা দিয়েছে বিইআরসি।
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশঃ ০৬ এপ্রিল ২০২৫
শেয়ার করার বিকল্পগুলি
ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চলতি মাসের দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এপ্রিল মাসের জন্য ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ৪৫০ টাকায় অপরিবর্তিত রাখার ঘোষণা দিয়েছে বিইআরসি।
রবিবার (৬ এপ্রিল) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) রোববার নতুন মূল্য ঘোষণা করে। আজ সন্ধ্যা থেকে নতুন দাম কার্যকর হবে।
বিইআরসি চেয়ারম্যান জানায়, এপ্রিল মাসের জন্য ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ৪৫০ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে। এছাড়া অটোগ্যাসের দাম ৬৬ টাকা ৪৩ পয়সা থেকে ২ পয়সা কমিয়ে ৬৬ টাকা ৪১ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এর আগে, গত ৩ মার্চ ১২ কেজির এলপিজি সিলিন্ডারের মূল্য ২৮ টাকা হ্রাস পেয়ে দাঁড়ায় ১,৪৫০ টাকায়। আর গত ফেব্রুয়ারিতে এই সিলিন্ডারের দাম ১৯ টাকা বৃদ্ধি পেয়ে নির্ধারিত হয়েছিল ১,৪৭৮ টাকা। জানুয়ারির শুরুতে মূল্য অপরিবর্তিত রাখার ঘোষণা এলেও, ১৪ জানুয়ারি আবার সিদ্ধান্ত পাল্টে ১২ কেজির সিলিন্ডারের দাম ৪ টাকা বাড়িয়ে নতুন করে নির্ধারণ করা হয় ১,৪৫৯ টাকা।
এছাড়া গত ৩ মার্চ সেই মাসের জন্য প্রতি লিটার অটোগ্যাসের দাম ১ টাকা ৩১ পয়সা বাড়িয়ে মূসকসহ ৬৬ টাকা ৪১ পয়সা নির্ধারণ করা হয়। এছাড়া ফেব্রুয়ারিতে প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৯ পয়সা বাড়িয়ে মূসকসহ নির্ধারণ করা হয় ৬৭ টাকা ৭৪ পয়সা।
শেয়ার করার বিকল্পগুলি
নিত্যপণ্য থেকে আরও
এপ্রিলে এলপিজির দাম নির্ধারণ, সন্ধ্যা থেকে কার্যকর
চলতি মাস এপ্রিলের জন্য ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ৪৫০ টাকায় অপরিবর্তিত রাখার ঘোষণা দিয়েছে বিইআরসি।
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
Published: ০৬ এপ্রিল ২০২৫
শেয়ার করার বিকল্পগুলি
ছবি: সংগৃহীত
ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চলতি মাসের দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এপ্রিল মাসের জন্য ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ৪৫০ টাকায় অপরিবর্তিত রাখার ঘোষণা দিয়েছে বিইআরসি।
রবিবার (৬ এপ্রিল) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) রোববার নতুন মূল্য ঘোষণা করে। আজ সন্ধ্যা থেকে নতুন দাম কার্যকর হবে।
বিইআরসি চেয়ারম্যান জানায়, এপ্রিল মাসের জন্য ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ৪৫০ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে। এছাড়া অটোগ্যাসের দাম ৬৬ টাকা ৪৩ পয়সা থেকে ২ পয়সা কমিয়ে ৬৬ টাকা ৪১ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এর আগে, গত ৩ মার্চ ১২ কেজির এলপিজি সিলিন্ডারের মূল্য ২৮ টাকা হ্রাস পেয়ে দাঁড়ায় ১,৪৫০ টাকায়। আর গত ফেব্রুয়ারিতে এই সিলিন্ডারের দাম ১৯ টাকা বৃদ্ধি পেয়ে নির্ধারিত হয়েছিল ১,৪৭৮ টাকা। জানুয়ারির শুরুতে মূল্য অপরিবর্তিত রাখার ঘোষণা এলেও, ১৪ জানুয়ারি আবার সিদ্ধান্ত পাল্টে ১২ কেজির সিলিন্ডারের দাম ৪ টাকা বাড়িয়ে নতুন করে নির্ধারণ করা হয় ১,৪৫৯ টাকা।
এছাড়া গত ৩ মার্চ সেই মাসের জন্য প্রতি লিটার অটোগ্যাসের দাম ১ টাকা ৩১ পয়সা বাড়িয়ে মূসকসহ ৬৬ টাকা ৪১ পয়সা নির্ধারণ করা হয়। এছাড়া ফেব্রুয়ারিতে প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৯ পয়সা বাড়িয়ে মূসকসহ নির্ধারণ করা হয় ৬৭ টাকা ৭৪ পয়সা।



