Logo
×

Follow Us

জাতীয়

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় ৪ মামলা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

Published: ২১ ঘণ্টা আগে

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় ৪ মামলা
শুনুন | ৮:৪৮ মিনিট

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে সংসদ ভবনে অবৈধ প্রবেশ, পুলিশের ওপর হামলা ও ভাঙচুর-সংঘর্ষের ঘটনায় চারটি মামলা করা হয়েছে। এতে অজ্ঞাতনামা ৯ শতাধিক আসামি করা হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগর থানায় এসব মামলা করে পুলিশ।

গতকাল শুক্রবার দুপুরে পুলিশের সঙ্গে জুলাই যোদ্ধাদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয় ঢাকার মানিক মিয়া এভিনিউ এলাকা। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে থেকে জুলাই যোদ্ধাদের সরিয়ে দিতে গেলে এ সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

সংঘর্ষ চলাকালে কয়েকটি যানবাহন ভাঙচুরের পাশাপাশি ইটপাটকেল নিক্ষেপ ছাড়াও বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই সঙ্গে কয়েকটি জায়গায় আগুন ধরিয়ে দেয়া হয়।

মন্তব্য করুন

আরও পড়ুন