Logo
×

Follow Us

বিনোদন

লোকজ সংস্কৃতির সিনেমা ‘বেহুলা দরদী’ ছাড়পত্র পেল

বিনোদন ডেস্ক

Published: ২১ ঘণ্টা আগে

লোকজ সংস্কৃতির সিনেমা ‘বেহুলা দরদী’ ছাড়পত্র পেল
শুনুন | ৮:৪৮ মিনিট

ঐতিহ্যবাহী বেহুলা লক্ষিন্দরের গীতিনাট্য ‘বেহুলা নাচারি পালা’ উপজীব্য করে নির্মিত চলচ্চিত্র ‘বেহুলা দরদী’ সেন্সর বোর্ড থেকে ইউ গ্রেড ছাড়পত্র পেয়েছে। এর ফলে যেকোনো বয়স সীমাবদ্ধতা ছাড়াই ছবিটি পারিবারিক দর্শকদের জন্য উপযোগী বলে বিবেচিত হলো।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সিনেমাটি কোনও ধরনের কর্তন ছাড়াই সেন্সর ছাড়পত্র লাভ করেছে বলে নিশ্চিত করেছে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান উৎসব অরিজিনালস।

টাঙ্গাইলসহ আশেপাশের কয়েকটি জেলার একসময়কার জনপ্রিয় লোকজ সংস্কৃতি ‘বেহুলা নাচারি পালা’র দলের সদস্যদের জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে এই সিনেমা।

সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু। তিনি বলেন, ‘বেহুলা দরদী টাঙ্গাইল অঞ্চলের লোকজ সংস্কৃতির গল্পে নির্মিত একটি সিনেমা। সব থেকে বড় কথা, আমরা কাজটি করেছি একটি দায়বদ্ধতা থেকে। আমাদের গ্রামীণ সংস্কৃতি বিশ্ব দরবারে তুলে ধরাটা সত্যি আনন্দের।’

পরিচালক সবুজ খান বলেন, ‘টাঙ্গাইল জেলার মধুপুর অঞ্চলে এক সময় বেহুলা লক্ষিন্দরের কাহিনী নিয়ে ‘বেহুলা নাচারি’ খুব জনপ্রিয় ছিল, যা কালের বিবর্তনে এখন প্রায় বিলুপ্ত। এমন গল্প আমাদের সমৃদ্ধ সংস্কৃতিকে বিকশিত করবে বলে আশা করি। এটি আমার প্রথম চলচ্চিত্র, দর্শক ভালো ভাবে গ্রহণ করলেই আমাদের পরিশ্রম সার্থক হবে।’

মো. জাহিদুল ইসলামের প্রযোজনায় নির্মিত এই সিনেমার গল্পে দেখা যাবে, নাগবাড়ি বেহুলা নাচারি দলের প্রধান ভোলা মিয়া (ফজলুর রহমান বাবু) তার দলটিকে টিকিয়ে রাখতে প্রতিনিয়ত হিমসিম খাচ্ছেন। পর পর প্রতিযোগিতায় হেরে দলটির সম্মান যখন তলানিতে, তখন সেই দলকে জেতাতে চলে নানা চেষ্টা।

শিগগিরই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে এবং বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও এটি প্রদর্শিত হবে বলে জানিয়েছেন প্রযোজক মো. জাহিদুল ইসলাম।

চলচ্চিত্রটিতে ফজলুর রহমান বাবু ছাড়াও অভিনয় করেছেন প্রাণ রায়, সূচনা সিকদার, আজিজুন মীম, আশরাফুল আশীষ, আঁখি আক্তারসহ মধুপুরের একঝাঁক স্থানীয় শিল্পী।

মন্তব্য করুন

আরও পড়ুন