Logo
×

Follow Us

অর্থনীতি

দেশে রেমিট্যান্সে ঊর্ধ্বমুখী প্রবণতা, একদিনেই এলো ১১২ মিলিয়ন ডলার

চলতি অক্টোবর মাসের প্রথম আট দিনেই (১ থেকে ৮ অক্টোবর) দেশে মোট ৮০৫ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।

ডেইলি সান রিপোর্ট

Published: ০৯ অক্টোবর ২০২৫

দেশে রেমিট্যান্সে ঊর্ধ্বমুখী প্রবণতা, একদিনেই এলো ১১২ মিলিয়ন ডলার

ছবি: সংগৃহীত

শুনুন | ৮:৪৮ মিনিট

দেশের প্রবাসী আয়ে (রেমিট্যান্স) ধারাবাহিক শক্তিশালী প্রবৃদ্ধি বজায় রয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, চলতি অক্টোবর মাসের প্রথম আট দিনেই (১ থেকে ৮ অক্টোবর) দেশে মোট ৮০৫ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এটি গত বছরের একই সময়ের ৭৯০ মিলিয়ন ডলারের তুলনায় ১.৯ শতাংশ বেশি।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, শুধু ৮ অক্টোবর তারিখেই দেশে এসেছে ১১২ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স।

অক্টোবরের এই শক্তিশালী ধারা চলতি অর্থবছরের শুরু থেকেই দেখা যাচ্ছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে (জুলাই থেকে ৮ অক্টোবর পর্যন্ত) মোট রেমিট্যান্স প্রবাহ দাঁড়িয়েছে ৮ হাজার ৩৯০ মিলিয়ন মার্কিন ডলার (৮.৩৯ বিলিয়ন)।

যা গত অর্থবছরের একই সময়ের ৭ হাজার ৩৩২ মিলিয়ন ডলারের তুলনায় ১৪.৪ শতাংশ বেশি। এই উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেশের অর্থনীতিতে এক ইতিবাচক বার্তা দিচ্ছে।

অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, প্রবাসী শ্রমিকরা অনানুষ্ঠানিক বা অবৈধ মাধ্যম (যেমন হুন্ডি) এড়িয়ে আনুষ্ঠানিক ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অর্থ প্রেরণ বাড়িয়েছেন।  ডিজিটাল রেমিট্যান্স ব্যবস্থার সম্প্রসারণ প্রবাসীদের জন্য টাকা পাঠানো আরও সহজ ও দ্রুত করেছে।

এই শক্তিশালী রেমিট্যান্স প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করতে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

মন্তব্য করুন

আরও পড়ুন