Logo
×

Follow Us

অর্থনীতি

অক্টোবরে ১১ দিনে রেমিট্যান্স এলো ১২ হাজার ২৪ কোটি টাকা

বছর ব্যবধানে যা বেড়েছে ১৪ দশমিক ৪০ শতাংশ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

Published: ১২ অক্টোবর ২০২৫

অক্টোবরে ১১ দিনে রেমিট্যান্স এলো ১২ হাজার ২৪ কোটি টাকা

ছবি: সংগৃহীত

শুনুন | ৮:৪৮ মিনিট

চলতি অক্টোবর মাসের প্রথম ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৯৮ কোটি ৬৭ লাখ ১০ হাজার ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ১২ হাজার ২৪ কোটি টাকা (প্রতি ডলার ১২১.৭৫ টাকা)।

রবিবার (১২ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

আরিফ হোসেন খান বলেন, অক্টোবরের প্রথম ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৯৮ কোটি ৬৭ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ৯৫ কোটি ৪০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

এ ছাড়া গত ১১ অক্টোবর একদিনে প্রবাসীরা দেশে ১৮ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন জানিয়ে তিনি বলেন, চলতি অর্থবছরের জুলাই থেকে ১১ অক্টোবর পর্যন্ত দেশে এসেছে ৮৫৭ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ১৪ দশমিক ৪০ শতাংশ।

মন্তব্য করুন

আরও পড়ুন