প্রিন্টঃ ২৬ অক্টোবর ২০২৫
বিএডিসি চেয়ারম্যানের বীজ ও সার গুদাম উদ্বোধন
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশঃ ২২ সেপ্টেম্বর ২০২৫
শেয়ার করার বিকল্পগুলি
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর চেয়ারম্যান (গ্রেড-১) মোঃ রুহুল আমিন খান দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলাস্থ বিএডিসি’র বিভিন্ন উইংয়ের কার্যক্রম পরিদর্শন করেন।
১৭-২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত পরিদর্শনকালে বিএডিসি’র চেয়ারম্যান ‘পার্টনার প্রকল্প’ এর মাধ্যমে দিনাজপুরে নির্মিত ২০০ মে.টন ধারণক্ষমতাসম্পন্ন বীজ গুদাম ও সার প্রকল্পের অর্থায়নে ঠাকুরগাঁও এ ২১০০ মে. টন ধারণক্ষমতাসম্পন্ন সার গুদাম উদ্বোধনসহ পাট বীজের গ্রো আউট টেস্ট কার্যকম অংশগ্রহণ করেন।
এ সময় তিনি বলেন, কৃষকদের নিকট বিভিন্ন ফসলের মানসম্পন্ন বীজ ও নন- ইউরিয়া সার যথাসময়ে সরবরাহে বিএডিসি দায়িত্বশীলতার পরিচয় দিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষকরা যাতে ন্যায্যমূল্যে ও কোনরূপ হয়রানি ছাড়া বীজ ও সার প্রাপ্তিতে সক্ষম হয় সে বিষয়ে অধিক দায়িত্বশীলতা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কার্য সম্পাদনে সংশ্লিষ্ট সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।
অন্যদিকে দিনাজপুরস্থ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত ‘‘সার সংরক্ষণ ও সরবরাহ এবং সুষম সার ব্যবহার’’ শীর্ষক কর্মশালায় উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্যে বিএডিসি’র চেয়ারম্যান বলেন, পরিমিত সার ব্যবহারে কৃষকদের মধ্যে সচেতনতা আরও বৃদ্ধি করতে হবে।
শেয়ার করার বিকল্পগুলি
কর্পোরেট থেকে আরও
বিএডিসি চেয়ারম্যানের বীজ ও সার গুদাম উদ্বোধন
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
Published: ২২ সেপ্টেম্বর ২০২৫
শেয়ার করার বিকল্পগুলি
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর চেয়ারম্যান (গ্রেড-১) মোঃ রুহুল আমিন খান দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলাস্থ বিএডিসি’র বিভিন্ন উইংয়ের কার্যক্রম পরিদর্শন করেন।
১৭-২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত পরিদর্শনকালে বিএডিসি’র চেয়ারম্যান ‘পার্টনার প্রকল্প’ এর মাধ্যমে দিনাজপুরে নির্মিত ২০০ মে.টন ধারণক্ষমতাসম্পন্ন বীজ গুদাম ও সার প্রকল্পের অর্থায়নে ঠাকুরগাঁও এ ২১০০ মে. টন ধারণক্ষমতাসম্পন্ন সার গুদাম উদ্বোধনসহ পাট বীজের গ্রো আউট টেস্ট কার্যকম অংশগ্রহণ করেন।
এ সময় তিনি বলেন, কৃষকদের নিকট বিভিন্ন ফসলের মানসম্পন্ন বীজ ও নন- ইউরিয়া সার যথাসময়ে সরবরাহে বিএডিসি দায়িত্বশীলতার পরিচয় দিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষকরা যাতে ন্যায্যমূল্যে ও কোনরূপ হয়রানি ছাড়া বীজ ও সার প্রাপ্তিতে সক্ষম হয় সে বিষয়ে অধিক দায়িত্বশীলতা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কার্য সম্পাদনে সংশ্লিষ্ট সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।
অন্যদিকে দিনাজপুরস্থ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত ‘‘সার সংরক্ষণ ও সরবরাহ এবং সুষম সার ব্যবহার’’ শীর্ষক কর্মশালায় উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্যে বিএডিসি’র চেয়ারম্যান বলেন, পরিমিত সার ব্যবহারে কৃষকদের মধ্যে সচেতনতা আরও বৃদ্ধি করতে হবে।



