Logo
×

Follow Us

কর্পোরেট

বিএডিসি চেয়ারম্যানের বীজ ও সার গুদাম উদ্বোধন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

Published: ২২ সেপ্টেম্বর ২০২৫

বিএডিসি চেয়ারম্যানের বীজ ও সার গুদাম উদ্বোধন
শুনুন | ৮:৪৮ মিনিট

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর চেয়ারম্যান (গ্রেড-১) মোঃ রুহুল আমিন খান দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলাস্থ বিএডিসি’র বিভিন্ন উইংয়ের কার্যক্রম পরিদর্শন করেন।

১৭-২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত পরিদর্শনকালে বিএডিসি’র চেয়ারম্যান ‘পার্টনার প্রকল্প’ এর মাধ্যমে দিনাজপুরে নির্মিত ২০০ মে.টন ধারণক্ষমতাসম্পন্ন বীজ গুদাম ও সার প্রকল্পের অর্থায়নে ঠাকুরগাঁও এ ২১০০ মে. টন ধারণক্ষমতাসম্পন্ন সার গুদাম উদ্বোধনসহ পাট বীজের গ্রো আউট টেস্ট কার্যকম অংশগ্রহণ করেন।

এ সময় তিনি বলেন, কৃষকদের নিকট বিভিন্ন ফসলের মানসম্পন্ন বীজ ও নন- ইউরিয়া সার যথাসময়ে সরবরাহে বিএডিসি দায়িত্বশীলতার পরিচয় দিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষকরা যাতে ন্যায্যমূল্যে ও কোনরূপ হয়রানি ছাড়া বীজ ও সার প্রাপ্তিতে সক্ষম হয় সে বিষয়ে অধিক দায়িত্বশীলতা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কার্য সম্পাদনে সংশ্লিষ্ট সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

অন্যদিকে দিনাজপুরস্থ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত ‘‘সার সংরক্ষণ ও সরবরাহ এবং সুষম সার ব্যবহার’’ শীর্ষক কর্মশালায় উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্যে বিএডিসি’র চেয়ারম্যান বলেন, পরিমিত সার ব্যবহারে কৃষকদের মধ্যে সচেতনতা আরও বৃদ্ধি করতে হবে।

মন্তব্য করুন

আরও পড়ুন