প্রিন্টঃ ২৬ অক্টোবর ২০২৫
দ্য ওয়েস্টিন ঢাকা প্রেগো রেস্টুরেন্টে নতুন মেন্যুর অভিষেক
রাজধানীর আকাশচুম্বী দৃশ্যের সঙ্গে অতিথিদের জন্য উপস্থাপন করছে খাঁটি ইতালীয় স্বাদের এক অনন্য রন্ধনযাত্রা।
ডেইলি সান রিপোর্ট
প্রকাশঃ ২৪ সেপ্টেম্বর ২০২৫
শেয়ার করার বিকল্পগুলি
দ্য ওয়েস্টিন ঢাকা সিগনেচার ইতালিয়ান প্রেগো রেস্টুরেন্টে নতুন ও পরিশীলিত মেন্যুর অভিষেক হয়েছে। গুলশান-২ এ অবস্থিত দ্য ওয়েস্টিন ঢাকার ২৩ তলায় অবস্থানরত প্রেগো, রাজধানীর আকাশচুম্বী দৃশ্যের সঙ্গে অতিথিদের জন্য উপস্থাপন করছে খাঁটি ইতালীয় স্বাদের এক অনন্য রন্ধনযাত্রা।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দ্য ওয়েস্টিন ঢাকায় নতুন মেন্যু উন্মোচন অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইতালির রাষ্ট্রদূত হি. ই. মি. আন্তোনিও আলেসান্দ্রো, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শাকাওয়াত হোসেন, দ্য ওয়েস্টিন ঢাকার মহাব্যবস্থাপক মি. স্টেফান মাসে, শেফ আরাফাত ও তার কুলিনারি টিম, এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।
আধুনিক উষ্ণ পরিবেশ, ওপেন কিচেন কনসেপ্ট ও ফ্লোর-টু-সিলিং কাচের জানালার জন্য প্রেগো ইতোমধ্যেই রাজধানীর প্রিমিয়াম ইতালিয়ান ফাইন ডাইনিং গন্তব্য হিসেবে পরিচিত। নতুন মেন্যুটি সেই সুনামকে আরও সমৃদ্ধ করেছে—যেখানে ইতালির ঐতিহ্যকে বিশ্বের সেরা উপকরণের সঙ্গে নিখুঁতভাবে মিশ্রিত করা হয়েছে।
নতুন মেন্যুর বিশেষ আকর্ষণসমূহ:
• অ্যাটলান্টিক স্যামনের স্বাদ–নরওয়ের স্বচ্ছ জলাশয় থেকে সংগৃহীত এই মাছ ইতালীয় কুলিনারি শিল্পকৌশলে প্রস্তুত, প্রতিটি কামড়ে পাওয়া যাবে সমৃদ্ধ স্বাদের ছোঁয়া।
• টাস্কান চিলিয়ান সি বাস–অ্যান্টার্কটিক মহাসাগরের বিরল এই মাছ লিভর্নেসে ঐতিহ্যবাহী পদ্ধতিতে রান্না, যেখানে রয়েছে মাখনের কোমলতা ও ইতালির গ্রামীণ স্বাদ।
• সিফুড সেলিব্রেশন–গ্রিল করা লবস্টার, প্রন, ক্যালামারি, মাশেল ও বারামুন্ডি মাছের সমন্বয়ে সাজানো গ্রিগলিয়াটা মিস্তা দি মারে, পরিবেশিত মৌসুমি সবজির সাথে।
•ইতালিয়ান সিগনেচার রি-ইমাজিনড – হাতে বানানো রাভিওলি, ক্রিমি রিসোতো, চারকোল গ্রিলড প্রাইম কাট, আর্টিজান পিজা এবং বিলাসবহুল ডেজার্ট যেমন তিরামিসু ট্রাডিজিওনালে ও কুয়েরে কালদো আল চকলাটো।
অনুষ্ঠানে দ্য ওয়েস্টিন ঢাকার মহাব্যবস্থাপক মি. স্টেফান মাসে বলেন, ‘প্রেগো শুধুই একটি রেস্টুরেন্ট নয়, এটি ইতালির রন্ধন ঐতিহ্যের মধ্য দিয়ে এক ভ্রমণ। নতুন মেন্যুতে আমাদের শেফরা ঐতিহ্য ও সৃজনশীলতার অসাধারণ মিশ্রণ ঘটিয়েছেন, যাতে প্রতিটি অতিথি স্মরণীয় এক ডাইনিং অভিজ্ঞতা নিয়ে যেতে পারেন।’
শেয়ার করার বিকল্পগুলি
কর্পোরেট থেকে আরও
দ্য ওয়েস্টিন ঢাকা প্রেগো রেস্টুরেন্টে নতুন মেন্যুর অভিষেক
রাজধানীর আকাশচুম্বী দৃশ্যের সঙ্গে অতিথিদের জন্য উপস্থাপন করছে খাঁটি ইতালীয় স্বাদের এক অনন্য রন্ধনযাত্রা।
ডেইলি সান রিপোর্ট
Published: ২৪ সেপ্টেম্বর ২০২৫
শেয়ার করার বিকল্পগুলি
ছবি: সংগৃহীত
দ্য ওয়েস্টিন ঢাকা সিগনেচার ইতালিয়ান প্রেগো রেস্টুরেন্টে নতুন ও পরিশীলিত মেন্যুর অভিষেক হয়েছে। গুলশান-২ এ অবস্থিত দ্য ওয়েস্টিন ঢাকার ২৩ তলায় অবস্থানরত প্রেগো, রাজধানীর আকাশচুম্বী দৃশ্যের সঙ্গে অতিথিদের জন্য উপস্থাপন করছে খাঁটি ইতালীয় স্বাদের এক অনন্য রন্ধনযাত্রা।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দ্য ওয়েস্টিন ঢাকায় নতুন মেন্যু উন্মোচন অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইতালির রাষ্ট্রদূত হি. ই. মি. আন্তোনিও আলেসান্দ্রো, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শাকাওয়াত হোসেন, দ্য ওয়েস্টিন ঢাকার মহাব্যবস্থাপক মি. স্টেফান মাসে, শেফ আরাফাত ও তার কুলিনারি টিম, এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।
আধুনিক উষ্ণ পরিবেশ, ওপেন কিচেন কনসেপ্ট ও ফ্লোর-টু-সিলিং কাচের জানালার জন্য প্রেগো ইতোমধ্যেই রাজধানীর প্রিমিয়াম ইতালিয়ান ফাইন ডাইনিং গন্তব্য হিসেবে পরিচিত। নতুন মেন্যুটি সেই সুনামকে আরও সমৃদ্ধ করেছে—যেখানে ইতালির ঐতিহ্যকে বিশ্বের সেরা উপকরণের সঙ্গে নিখুঁতভাবে মিশ্রিত করা হয়েছে।
নতুন মেন্যুর বিশেষ আকর্ষণসমূহ:
• অ্যাটলান্টিক স্যামনের স্বাদ–নরওয়ের স্বচ্ছ জলাশয় থেকে সংগৃহীত এই মাছ ইতালীয় কুলিনারি শিল্পকৌশলে প্রস্তুত, প্রতিটি কামড়ে পাওয়া যাবে সমৃদ্ধ স্বাদের ছোঁয়া।
• টাস্কান চিলিয়ান সি বাস–অ্যান্টার্কটিক মহাসাগরের বিরল এই মাছ লিভর্নেসে ঐতিহ্যবাহী পদ্ধতিতে রান্না, যেখানে রয়েছে মাখনের কোমলতা ও ইতালির গ্রামীণ স্বাদ।
• সিফুড সেলিব্রেশন–গ্রিল করা লবস্টার, প্রন, ক্যালামারি, মাশেল ও বারামুন্ডি মাছের সমন্বয়ে সাজানো গ্রিগলিয়াটা মিস্তা দি মারে, পরিবেশিত মৌসুমি সবজির সাথে।
•ইতালিয়ান সিগনেচার রি-ইমাজিনড – হাতে বানানো রাভিওলি, ক্রিমি রিসোতো, চারকোল গ্রিলড প্রাইম কাট, আর্টিজান পিজা এবং বিলাসবহুল ডেজার্ট যেমন তিরামিসু ট্রাডিজিওনালে ও কুয়েরে কালদো আল চকলাটো।
অনুষ্ঠানে দ্য ওয়েস্টিন ঢাকার মহাব্যবস্থাপক মি. স্টেফান মাসে বলেন, ‘প্রেগো শুধুই একটি রেস্টুরেন্ট নয়, এটি ইতালির রন্ধন ঐতিহ্যের মধ্য দিয়ে এক ভ্রমণ। নতুন মেন্যুতে আমাদের শেফরা ঐতিহ্য ও সৃজনশীলতার অসাধারণ মিশ্রণ ঘটিয়েছেন, যাতে প্রতিটি অতিথি স্মরণীয় এক ডাইনিং অভিজ্ঞতা নিয়ে যেতে পারেন।’



