Logo
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

শায়েস্তাগঞ্জে শুভসংঘের মাদকবিরোধী সচেতনতা সভা

সভায় বক্তারা মাদককে সমাজ ও জাতির ধ্বংসের কারণ হিসেবে উল্লেখ করেন।

ডেইলি সান রিপোর্ট

Published: ১৮ অক্টোবর ২০২৫

শায়েস্তাগঞ্জে শুভসংঘের মাদকবিরোধী সচেতনতা সভা

ছবি: সংগৃহীত

শুনুন | ৮:৪৮ মিনিট

‘আসুন মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াই একসঙ্গে’- এই প্রতিপাদ্য সামনে রেখে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অনুষ্ঠিত হলো মাদকবিরোধী সচেতনতা সভা।

 শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় রূপকথার ক্যাফেতে বসুন্ধরা শুভসংঘের নবগঠিত শায়েস্তাগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ ও সংগঠনের শায়েস্তাগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান সুজনের সঞ্চালনায় সভায় শুভসংঘের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।

সভায় বক্তারা মাদককে সমাজ ও জাতির ধ্বংসের কারণ হিসেবে উল্লেখ করেন। উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা বলেন, ‘মাদক শরীর ও মনের ভারসাম্য নষ্ট করে, চিন্তাশক্তি দুর্বল করে এবং ধীরে ধীরে একজন মানুষকে বিপথে নিয়ে যায়।’

উপদেষ্টা অধ্যক্ষ মো. নাছির উদ্দীন তরুণ প্রজন্মকে মাদক থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজকে একযোগে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, অভিভাবকদের সন্তানের প্রতি নজর বাড়াতে হবে এবং শিক্ষার্থীদেরও সচেতন হতে হবে।

উপদেষ্টা ও সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মহিবুর রহমান শায়েস্তাগঞ্জের ভৌগোলিক অবস্থান ও উন্নত যোগাযোগব্যবস্থাকে মাদক ছড়ানোর জন্য ঝুঁকিপূর্ণ উল্লেখ করে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানোর ওপর জোর দেন।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘মাদকবিরোধী সচেতনতা শুধু পুলিশের দায়িত্ব নয়। সমাজের সব স্তর থেকে আমাদের এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের উচিত নিজের ভবিষ্যৎ সম্পর্কে সচেতন হওয়া এবং মাদককে ঘৃণা করা।’

সভায় বসুন্ধরা শুভসংঘের ভবিষ্যৎ পরিকল্পনা ও সাংগঠনিক দিক নিয়ে আলোচনা করেন শাখার সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম। এছাড়াও সভায় মাদকাসক্তি দূরীকরণে মায়েদের বিশেষ নজরদারির গুরুত্ব তুলে ধরেন নারী বিষয়ক সম্পাদক ইউপি সদস্য শাহেলা আক্তার।

সভায় বসুন্ধরা শুভসংঘের ভবিষ্যৎ পরিকল্পনা ও সাংগঠনিক দিক নিয়ে আলোচনা করেন বসুন্ধরা শুভসংঘ শায়েস্তাগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা আব্দুস সহিদ, মোহাম্মদ আবিদুর রহমান, মো. সাইফুল ইসলাম, মো. জুনায়েদ আহাম্মদ, কমিটির সহসভাপতি ইয়াকুব আলী, মোশাহীদ মজুমদার, অর্থ সম্পাদক ইনজামামুল হক নাঈম, দপ্তর সম্পাদক সায়েদুল হক অয়ন, নারী বিষয়ক সম্পাদক শাহেলা আক্তার, ইভেন্ট সম্পাদক তাহমিনা আক্তার রুবি, প্রচার সম্পাদক মাহমুদুল হাসান মুবিন, স্বাস্থ্য ও মানবসম্পদ সম্পাদক সুজন মিয়া, ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ হোসাইন শাকিল, নারী ও শিশু বিষয়ক সম্পাদক হোসেন আরা স্বর্ণা, শিক্ষা ও পাঠ্যচক্র বিষয়ক সম্পাদক লিমন তারেক, আপ্যায়ন সম্পাদক নাজনীন শিউলী, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ইব্রাহিম হোসেন শুভ, সমাজকল্যাণ সম্পাদক নাঈম মিয়া, কার্যকরী সদস্য সাইদুল ইসলাম শুভ ও আল আদিব আব্দুল্লাহ প্রমুখ।

মন্তব্য করুন

আরও পড়ুন