প্রিন্টঃ ২৬ অক্টোবর ২০২৫
যুক্তিবোধের চর্চায় বেরোবি শুভসংঘের অনুপ্রেরণামূলক উদ্যোগ
সংগঠনের নেতৃবৃন্দ জানান, শিক্ষার্থীদের চিন্তাশক্তি, যুক্তিবোধ ও বক্তৃতার দক্ষতা বিকাশের লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে।
ডেইলি সান রিপোর্ট
প্রকাশঃ ১৯ অক্টোবর ২০২৫
শেয়ার করার বিকল্পগুলি
বসুন্ধরা শুভসংঘ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে শিক্ষার্থীদের যুক্তিবোধ ও বক্তৃতা দক্ষতা বিকাশের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে মনোজ্ঞ উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা।
রবিবার (১৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কবি হেয়াত মামুদ একাডেমিক ভবনে ১৬তম ও ১৭তম ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই প্রতিযোগিতা আয়োজিত হয়।
প্রতিযোগিতায় অর্ধশতাধিক নবীন শিক্ষার্থী তাঁদের বক্তব্য উপস্থাপনের দক্ষতা ও তাৎক্ষণিক ভাবপ্রকাশের মাধ্যমে উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করেন।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন বসুন্ধরা শুভসংঘ বেরোবি শাখার উপদেষ্টা ও ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক সোহাগ আলী এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক সহিবুর রহমান।
প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেন চাঁদনী চৌধুরী, ২য় স্থান আল তাবাসসুম শুভা, এবং ৩য় স্থান লাভ করেন মেহেদী হাসান জিহাদ। বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়। এছাড়াও অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীকে অংশগ্রহণ সনদ প্রদান করা হয়।
প্রথম স্থান অর্জনকারী চাঁদনী চৌধুরী তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, ‘শুভসংঘের এই আয়োজন আমার জন্য এক স্মরণীয় অভিজ্ঞতা। এখানে অংশ নিয়ে আমি শুধু প্রতিযোগিতা করিনি, বরং শিখেছি কিভাবে নিজের ভাবনা সুন্দরভাবে প্রকাশ করতে হয়। প্রথম স্থান অর্জন আমার জন্য বিশাল অনুপ্রেরণা।’
দ্বিতীয় স্থান অর্জনকারী আল তাবাসসুম শুভা বলেন, ‘বসুন্ধরা শুভসংঘের চমৎকার আয়োজনের জন্য সাধুবাদ জানাই। সবার আন্তরিক ব্যবহার আর পুরস্কার পাওয়ার আনন্দ সময়টিকে আরও বিশেষ করে তুলেছে।’
তৃতীয় স্থান অর্জনকারী মেহেদী হাসান জিহাদ জানান, ‘কোনো প্রস্তুতি ছাড়াই অংশগ্রহণ করেও পুরস্কার পেয়ে আমি অভিভূত। শুভসংঘের এমন সৃজনশীল আয়োজন সত্যিই অনুপ্রেরণাদায়ক। এটি একদিন তরুণদের নেতৃত্ব বিকাশের হাতিয়ার হিসেবে কাজ করবে।’
বিচারক গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক সহিবুর রহমান বলেন, ‘এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও প্রকাশভঙ্গি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুভসংঘের এই উদ্যোগ প্রশংসনীয়।’
শুভসংঘ বেরোবি শাখার উপদেষ্টা অধ্যাপক সোহাগ আলী মন্তব্য করেন, ‘আজকের তরুণ প্রজন্মের মধ্যে যুক্তি, চিন্তা ও যুক্তিপূর্ণভাবে মত প্রকাশের অভ্যাস গড়ে তোলা জরুরি। এমন আয়োজন সেই চর্চাকে এগিয়ে নিতে সহায়ক।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শুভসংঘ বেরোবি শাখার সভাপতি পুলক আহমেদ, সাধারণ সম্পাদক সানজানা ইবনাত, সহ-সভাপতি আবুল খায়ের জায়ীদ, সাংগঠনিক সম্পাদক ফাহিম শাহরিয়ারসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। সংগঠনের নেতৃবৃন্দ জানান, শিক্ষার্থীদের চিন্তাশক্তি, যুক্তিবোধ ও বক্তৃতার দক্ষতা বিকাশের লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে এবং ভবিষ্যতেও শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশে এমন উদ্যোগ অব্যাহত থাকবে।
শেয়ার করার বিকল্পগুলি
বসুন্ধরা শুভসংঘ থেকে আরও
যুক্তিবোধের চর্চায় বেরোবি শুভসংঘের অনুপ্রেরণামূলক উদ্যোগ
সংগঠনের নেতৃবৃন্দ জানান, শিক্ষার্থীদের চিন্তাশক্তি, যুক্তিবোধ ও বক্তৃতার দক্ষতা বিকাশের লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে।
ডেইলি সান রিপোর্ট
Published: ১৯ অক্টোবর ২০২৫
শেয়ার করার বিকল্পগুলি
ছবি: সংগৃহীত
বসুন্ধরা শুভসংঘ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে শিক্ষার্থীদের যুক্তিবোধ ও বক্তৃতা দক্ষতা বিকাশের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে মনোজ্ঞ উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা।
রবিবার (১৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কবি হেয়াত মামুদ একাডেমিক ভবনে ১৬তম ও ১৭তম ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই প্রতিযোগিতা আয়োজিত হয়।
প্রতিযোগিতায় অর্ধশতাধিক নবীন শিক্ষার্থী তাঁদের বক্তব্য উপস্থাপনের দক্ষতা ও তাৎক্ষণিক ভাবপ্রকাশের মাধ্যমে উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করেন।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন বসুন্ধরা শুভসংঘ বেরোবি শাখার উপদেষ্টা ও ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক সোহাগ আলী এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক সহিবুর রহমান।
প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেন চাঁদনী চৌধুরী, ২য় স্থান আল তাবাসসুম শুভা, এবং ৩য় স্থান লাভ করেন মেহেদী হাসান জিহাদ। বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়। এছাড়াও অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীকে অংশগ্রহণ সনদ প্রদান করা হয়।
প্রথম স্থান অর্জনকারী চাঁদনী চৌধুরী তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, ‘শুভসংঘের এই আয়োজন আমার জন্য এক স্মরণীয় অভিজ্ঞতা। এখানে অংশ নিয়ে আমি শুধু প্রতিযোগিতা করিনি, বরং শিখেছি কিভাবে নিজের ভাবনা সুন্দরভাবে প্রকাশ করতে হয়। প্রথম স্থান অর্জন আমার জন্য বিশাল অনুপ্রেরণা।’
দ্বিতীয় স্থান অর্জনকারী আল তাবাসসুম শুভা বলেন, ‘বসুন্ধরা শুভসংঘের চমৎকার আয়োজনের জন্য সাধুবাদ জানাই। সবার আন্তরিক ব্যবহার আর পুরস্কার পাওয়ার আনন্দ সময়টিকে আরও বিশেষ করে তুলেছে।’
তৃতীয় স্থান অর্জনকারী মেহেদী হাসান জিহাদ জানান, ‘কোনো প্রস্তুতি ছাড়াই অংশগ্রহণ করেও পুরস্কার পেয়ে আমি অভিভূত। শুভসংঘের এমন সৃজনশীল আয়োজন সত্যিই অনুপ্রেরণাদায়ক। এটি একদিন তরুণদের নেতৃত্ব বিকাশের হাতিয়ার হিসেবে কাজ করবে।’
বিচারক গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক সহিবুর রহমান বলেন, ‘এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও প্রকাশভঙ্গি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুভসংঘের এই উদ্যোগ প্রশংসনীয়।’
শুভসংঘ বেরোবি শাখার উপদেষ্টা অধ্যাপক সোহাগ আলী মন্তব্য করেন, ‘আজকের তরুণ প্রজন্মের মধ্যে যুক্তি, চিন্তা ও যুক্তিপূর্ণভাবে মত প্রকাশের অভ্যাস গড়ে তোলা জরুরি। এমন আয়োজন সেই চর্চাকে এগিয়ে নিতে সহায়ক।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শুভসংঘ বেরোবি শাখার সভাপতি পুলক আহমেদ, সাধারণ সম্পাদক সানজানা ইবনাত, সহ-সভাপতি আবুল খায়ের জায়ীদ, সাংগঠনিক সম্পাদক ফাহিম শাহরিয়ারসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। সংগঠনের নেতৃবৃন্দ জানান, শিক্ষার্থীদের চিন্তাশক্তি, যুক্তিবোধ ও বক্তৃতার দক্ষতা বিকাশের লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে এবং ভবিষ্যতেও শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশে এমন উদ্যোগ অব্যাহত থাকবে।



