প্রিন্টঃ ২৬ অক্টোবর ২০২৫
আগৈলঝাড়ায় ভেঙে যাওয়া সাঁকো মেরামত করে দিল বসুন্ধরা শুভসংঘ
এর ফলে উপজেলা সদরের সঙ্গে ১০টি গ্রামের শিক্ষার্থী ও কয়েক হাজার মানুষের যাতায়াতের দুর্ভোগ দূর হলো।
ডেইলি সান রিপোর্ট
প্রকাশঃ ১৭ অক্টোবর ২০২৫
শেয়ার করার বিকল্পগুলি
বরিশালের আগৈলঝাড়ায় দীর্ঘদিন ধরে ভেঙে পড়ে থাকা গুরুত্বপূর্ণ একটি কাঠের সাঁকো মেরামত করে দিয়েছে বসুন্ধরা শুভসংঘের আগৈলঝাড়া শাখা। এর ফলে উপজেলা সদরের সঙ্গে ১০টি গ্রামের শিক্ষার্থী ও কয়েক হাজার মানুষের যাতায়াতের দুর্ভোগ দূর হলো।
বসুন্ধরা শুভসংঘের স্বেচ্ছাসেবী সদস্যরা স্থানীয় যুব সমাজের সহযোগিতায় রাহুতপাড়া-কাঠিরা খালের ওপরের সাঁকোটি নতুন কাঠ দিয়ে চলাচলের উপযোগী করে তোলেন।
সাঁকোটি মেরামত শেষে আনুষ্ঠানিক উদ্বোধনের সময় বসুন্ধরা শুভসংঘ আগৈলঝাড়া শাখার উপদেষ্টা সাংবাদিক এস এম ওমর আলী সানি বলেন, বসুন্ধরা শুভসংঘের মূলমন্ত্র হলো ‘শুভ কাজে সবার পাশে’। তারই ধারাবাহিকতায় স্থানীয় মানুষের দুর্ভোগ লাঘবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, সাঁকোটি নষ্ট থাকায় স্কুল-কলেজের শিক্ষার্থী ও সাধারণ জনগণের প্রায় ৫ কিলোমিটার পথ ঘুরে উপজেলা সদরে যাতায়াত করতে হতো। শুভসংঘের এই উদ্যোগে তাদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হলো।
স্থানীয় রাহুৎপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা কালিপদ রায় ও আয়কর আইনজীবী সমীরন রায় জানান, এই সাঁকোটি ১০টি গ্রামের প্রায় কয়েক হাজার মানুষের চলাচলের একমাত্র ভরসা। এখানে একজন বিশেষজ্ঞ ডাক্তারের বাড়ি থাকায় প্রতিদিন বহু রোগী আসেন। এছাড়াও এখানে মিশন স্কুল ও শ্রী শ্রী হরি ঠাকুরের মন্দির রয়েছে। পূর্ব ও পশ্চিম দিকে ৫ কিলোমিটারের মধ্যে পারাপারের কোনো বিকল্প সেতু বা ব্রিজ নেই।
তারা আরও বলেন, বসুন্ধরা শুভসংঘের সদস্যরা আমাদের এলাকার মানুষের কষ্টের কথা চিন্তা করে সাঁকোটি মেরামত করে দেওয়ায় আমরা তাদের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ।
সাঁকো মেরামত সম্পন্ন হওয়ার পর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বসুন্ধরা শুভসংঘ আগৈলঝাড়া উপজেলা শাখার উপদেষ্টা সাংবাদিক এস এম ওমর আলী সানি, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. সাইফুল মৃধা, শুভসংঘের সহ-সভাপতি আয়কর আইনজীবী সমীরন রায়, মো. শাহা আলোম রাঢ়ী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রভাষক ললিতা সরকার, মহিলা বিষয়ক সম্পাদক নিলীমা কর, সদস্য ইঞ্জিনিয়ার রিচার্ড বিশ্বাস, সাংবাদিক আহাদ তালুকদার, আমির হামজা, শান্তা হালদার ও জিলিয়ান বিশ্বাসসহ অনেকে।
শেয়ার করার বিকল্পগুলি
বসুন্ধরা শুভসংঘ থেকে আরও
আগৈলঝাড়ায় ভেঙে যাওয়া সাঁকো মেরামত করে দিল বসুন্ধরা শুভসংঘ
এর ফলে উপজেলা সদরের সঙ্গে ১০টি গ্রামের শিক্ষার্থী ও কয়েক হাজার মানুষের যাতায়াতের দুর্ভোগ দূর হলো।
ডেইলি সান রিপোর্ট
Published: ১৭ অক্টোবর ২০২৫
শেয়ার করার বিকল্পগুলি
ছবি: সংগৃহীত
বরিশালের আগৈলঝাড়ায় দীর্ঘদিন ধরে ভেঙে পড়ে থাকা গুরুত্বপূর্ণ একটি কাঠের সাঁকো মেরামত করে দিয়েছে বসুন্ধরা শুভসংঘের আগৈলঝাড়া শাখা। এর ফলে উপজেলা সদরের সঙ্গে ১০টি গ্রামের শিক্ষার্থী ও কয়েক হাজার মানুষের যাতায়াতের দুর্ভোগ দূর হলো।
বসুন্ধরা শুভসংঘের স্বেচ্ছাসেবী সদস্যরা স্থানীয় যুব সমাজের সহযোগিতায় রাহুতপাড়া-কাঠিরা খালের ওপরের সাঁকোটি নতুন কাঠ দিয়ে চলাচলের উপযোগী করে তোলেন।
সাঁকোটি মেরামত শেষে আনুষ্ঠানিক উদ্বোধনের সময় বসুন্ধরা শুভসংঘ আগৈলঝাড়া শাখার উপদেষ্টা সাংবাদিক এস এম ওমর আলী সানি বলেন, বসুন্ধরা শুভসংঘের মূলমন্ত্র হলো ‘শুভ কাজে সবার পাশে’। তারই ধারাবাহিকতায় স্থানীয় মানুষের দুর্ভোগ লাঘবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, সাঁকোটি নষ্ট থাকায় স্কুল-কলেজের শিক্ষার্থী ও সাধারণ জনগণের প্রায় ৫ কিলোমিটার পথ ঘুরে উপজেলা সদরে যাতায়াত করতে হতো। শুভসংঘের এই উদ্যোগে তাদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হলো।
স্থানীয় রাহুৎপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা কালিপদ রায় ও আয়কর আইনজীবী সমীরন রায় জানান, এই সাঁকোটি ১০টি গ্রামের প্রায় কয়েক হাজার মানুষের চলাচলের একমাত্র ভরসা। এখানে একজন বিশেষজ্ঞ ডাক্তারের বাড়ি থাকায় প্রতিদিন বহু রোগী আসেন। এছাড়াও এখানে মিশন স্কুল ও শ্রী শ্রী হরি ঠাকুরের মন্দির রয়েছে। পূর্ব ও পশ্চিম দিকে ৫ কিলোমিটারের মধ্যে পারাপারের কোনো বিকল্প সেতু বা ব্রিজ নেই।
তারা আরও বলেন, বসুন্ধরা শুভসংঘের সদস্যরা আমাদের এলাকার মানুষের কষ্টের কথা চিন্তা করে সাঁকোটি মেরামত করে দেওয়ায় আমরা তাদের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ।
সাঁকো মেরামত সম্পন্ন হওয়ার পর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বসুন্ধরা শুভসংঘ আগৈলঝাড়া উপজেলা শাখার উপদেষ্টা সাংবাদিক এস এম ওমর আলী সানি, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. সাইফুল মৃধা, শুভসংঘের সহ-সভাপতি আয়কর আইনজীবী সমীরন রায়, মো. শাহা আলোম রাঢ়ী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রভাষক ললিতা সরকার, মহিলা বিষয়ক সম্পাদক নিলীমা কর, সদস্য ইঞ্জিনিয়ার রিচার্ড বিশ্বাস, সাংবাদিক আহাদ তালুকদার, আমির হামজা, শান্তা হালদার ও জিলিয়ান বিশ্বাসসহ অনেকে।



