প্রিন্টঃ ২৬ অক্টোবর ২০২৫
আরও ১০৪ মিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক
একাধিক দরভিত্তিক নিলাম পদ্ধতি অনুসরণে এই ডলার কেনা হয়।
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশঃ ০৬ অক্টোবর ২০২৫
শেয়ার করার বিকল্পগুলি
দেশের আটটি ব্যাংক থেকে মোট ১০৪.০০ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। একাধিক দরভিত্তিক নিলাম পদ্ধতি অনুসরণে এই ডলার কেনা হয়। যেখানে বিনিময় হার ছিল প্রতি ডলার ১২১.৭৮ থেকে ১২১.৮০ টাকা।
সোমবার (৬ অক্টোবর) এক বাংলাদেশ ব্যাংক সূত্র থেকে এ তথ্য জানা গেছে। এই পদ্ধতিতে চলতি অর্থবছর ২০২৫-২৬ এ পর্যন্ত মোট ১,৯৮১.০০ মিলিয়ন মার্কিন ডলার কেনা হয়েছে বলেও জানায় বাংলাদেশ ব্যাংক।
এর আগে, গত ৩ সেপ্টেম্বর দেশের বাজারে ডলারের সরবরাহ বাড়াতে এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বাংলাদেশ ব্যাংক নিলামের মাধ্যমে আটটি ব্যাংক থেকে ৪৭.৫০ মিলিয়ন মার্কিন ডলার কেনে।
শেয়ার করার বিকল্পগুলি
ব্যাংক থেকে আরও
আরও ১০৪ মিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক
একাধিক দরভিত্তিক নিলাম পদ্ধতি অনুসরণে এই ডলার কেনা হয়।
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
Published: ০৬ অক্টোবর ২০২৫
শেয়ার করার বিকল্পগুলি
দেশের আটটি ব্যাংক থেকে মোট ১০৪.০০ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। একাধিক দরভিত্তিক নিলাম পদ্ধতি অনুসরণে এই ডলার কেনা হয়। যেখানে বিনিময় হার ছিল প্রতি ডলার ১২১.৭৮ থেকে ১২১.৮০ টাকা।
সোমবার (৬ অক্টোবর) এক বাংলাদেশ ব্যাংক সূত্র থেকে এ তথ্য জানা গেছে। এই পদ্ধতিতে চলতি অর্থবছর ২০২৫-২৬ এ পর্যন্ত মোট ১,৯৮১.০০ মিলিয়ন মার্কিন ডলার কেনা হয়েছে বলেও জানায় বাংলাদেশ ব্যাংক।
এর আগে, গত ৩ সেপ্টেম্বর দেশের বাজারে ডলারের সরবরাহ বাড়াতে এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বাংলাদেশ ব্যাংক নিলামের মাধ্যমে আটটি ব্যাংক থেকে ৪৭.৫০ মিলিয়ন মার্কিন ডলার কেনে।



