প্রিন্টঃ ২৬ অক্টোবর ২০২৫
৫ ব্যাংককে একীভূতকরণের প্রস্তাব উপদেষ্টা পরিষদে অনুমোদন
দুর্বল ব্যাংকগুলোকে একত্রিত করে তৈরি হবে নতুন শরিয়াহভিত্তিক ব্যাংক
ডেইলি সান রিপোর্ট
প্রকাশঃ ০৯ অক্টোবর ২০২৫
শেয়ার করার বিকল্পগুলি
দেশের দুর্বল পাঁচটি ইসলামি ব্যাংককে একীভূত করে একটি শক্তিশালী শরিয়াহভিত্তিক ব্যাংক গঠনের প্রস্তাবনা নীতিগতভাবে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বলেন, ‘দুর্বল পাঁচটি ইসলামি ব্যাংক একত্রিত করে একটি ব্যাংকে রূপান্তরের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এই নতুন ব্যাংককে শক্তিশালী করতে সরকার ২০ হাজার কোটি টাকা সহায়তা দেবে।’
একীভূত হয়ে নতুন শরিয়াহভিত্তিক ব্যাংকটি গঠিত হবে সেই পাঁচটি ব্যাংক হলো-
- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক (FSIBL)
- গ্লোবাল ইসলামী ব্যাংক (GIBL)
- ইউনিয়ন ব্যাংক (UBL)
- এক্সিম ব্যাংক (EXIM)
- সোশ্যাল ইসলামী ব্যাংক (SIBL)
জানা গেছে, নতুন এই ব্যাংকটি প্রাথমিকভাবে রাষ্ট্রীয় মালিকানাধীন থাকবে। এর মালিকানায় থাকবে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। পরে সঠিক সময়ে ব্যাংকটি বেসরকারি মালিকানায় হস্তান্তর করা হবে।
প্রেস সচিব আরও বলেন, একীভূত হওয়া কোনো ব্যাংকের কর্মীদের চাকরিচ্যুত করা হবে না এবং কোনো গ্রাহক তার আমানত হারাবে না। এতে আমানতকারীদের উদ্বেগ নিরসন হবে বলে আশা করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব শীষ হায়দার চৌধুরী।
তিনি বলেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে আগের ডিজিটাল নিরাপত্তা আইনে (ডিএসএ) দণ্ডিতদের খালাস দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে নাগরিকদের তথ্য সুরক্ষার লক্ষ্যে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ অনুমোদন দেওয়া হয়েছে।
শেয়ার করার বিকল্পগুলি
ব্যাংক থেকে আরও
৫ ব্যাংককে একীভূতকরণের প্রস্তাব উপদেষ্টা পরিষদে অনুমোদন
দুর্বল ব্যাংকগুলোকে একত্রিত করে তৈরি হবে নতুন শরিয়াহভিত্তিক ব্যাংক
ডেইলি সান রিপোর্ট
Published: ০৯ অক্টোবর ২০২৫
শেয়ার করার বিকল্পগুলি
ছবি: সংগৃহীত
দেশের দুর্বল পাঁচটি ইসলামি ব্যাংককে একীভূত করে একটি শক্তিশালী শরিয়াহভিত্তিক ব্যাংক গঠনের প্রস্তাবনা নীতিগতভাবে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বলেন, ‘দুর্বল পাঁচটি ইসলামি ব্যাংক একত্রিত করে একটি ব্যাংকে রূপান্তরের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এই নতুন ব্যাংককে শক্তিশালী করতে সরকার ২০ হাজার কোটি টাকা সহায়তা দেবে।’
একীভূত হয়ে নতুন শরিয়াহভিত্তিক ব্যাংকটি গঠিত হবে সেই পাঁচটি ব্যাংক হলো-
- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক (FSIBL)
- গ্লোবাল ইসলামী ব্যাংক (GIBL)
- ইউনিয়ন ব্যাংক (UBL)
- এক্সিম ব্যাংক (EXIM)
- সোশ্যাল ইসলামী ব্যাংক (SIBL)
জানা গেছে, নতুন এই ব্যাংকটি প্রাথমিকভাবে রাষ্ট্রীয় মালিকানাধীন থাকবে। এর মালিকানায় থাকবে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। পরে সঠিক সময়ে ব্যাংকটি বেসরকারি মালিকানায় হস্তান্তর করা হবে।
প্রেস সচিব আরও বলেন, একীভূত হওয়া কোনো ব্যাংকের কর্মীদের চাকরিচ্যুত করা হবে না এবং কোনো গ্রাহক তার আমানত হারাবে না। এতে আমানতকারীদের উদ্বেগ নিরসন হবে বলে আশা করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব শীষ হায়দার চৌধুরী।
তিনি বলেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে আগের ডিজিটাল নিরাপত্তা আইনে (ডিএসএ) দণ্ডিতদের খালাস দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে নাগরিকদের তথ্য সুরক্ষার লক্ষ্যে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ অনুমোদন দেওয়া হয়েছে।



