Logo
×

Follow Us

ব্যাংক

গতি পাচ্ছে পাচার অর্থ ফেরত আনার প্রক্রিয়া: গভর্নর

আমরা ব্যাংকগুলোকে বলেছি, তারা যেন এসব আইন সংস্থার সঙ্গে কাজ করে

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

Published: ১৬ অক্টোবর ২০২৫

গতি পাচ্ছে পাচার অর্থ ফেরত আনার প্রক্রিয়া: গভর্নর

ছবি: সংগৃহীত

শুনুন | ৮:৪৮ মিনিট

বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ উদ্ধারে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বার্ষিক সম্মেলন চলাকালে সাংবাদিকদের সঙ্গে এক আলাপে বুধবার (১৫ অক্টোবর) এ তথ্য জানান তিনি।

আমরা ব্যাংকগুলোকে বলেছি, তারা যেন এসব আইন সংস্থার সঙ্গে কাজ করে। তারা সফলভাবে টাকা উদ্ধার করতে পারলে, পুনরুদ্ধার অর্থের একটি নির্দিষ্ট অংশ—যেমন ২০ শতাংশ তাদের ফি হিসেবে রাখা হতে পারে, বাকি অংশ ফেরত আসবে বাংলাদেশে

গভর্নর বলেন, ‘বিশ্বব্যাংকের সহায়তায় গঠিত স্টার গ্রুপ গত বছর থেকেই বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে পাচার হওয়া অর্থ ফেরত আনতে। স্টার গ্রুপের প্রধান কর্মকর্তাসহ তাদের প্রতিনিধিরা গত এক বছরে পাঁচ-ছয়বার ঢাকায় এসেছেন। তারা আমাদের বিভিন্ন প্রক্রিয়ায় সহায়তা করছেন।’

এক্ষেত্রে আমাদের নিজেদের সক্ষমতা আরও বাড়াতে হবে, কারণ এত বড় পরিসরে বিদেশ থেকে অর্থ উদ্ধারের অভিজ্ঞতা আমাদের আগে ছিল না বলে জানান তিনি।

মন্তব্য করুন

আরও পড়ুন