অস্ট্রেলিয়ায় চলতি গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে বাংলাদেশের কোন ক্রীড়াবিদই নিজ নিজ ইভেন্টে এখন পর্যন্ত সুখবর এনে দিতে পারেননি। এখানে ব্যতিক্রম ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত।
তিনি পদক না জিতলেও যথেষ্ট ভাল ফলাফল করেছেন। শনিবার মেয়েদের ৬৩ কেজি ওজন শ্রেণিতে অংশ নিয়ে তিনি ব্যক্তিগত রেকর্ড গড়েছেন, হয়েছেন ষষ্ঠ। এই ইভেন্টে তিনি সহ মোট ১৩ জন অংশ নিয়েছিলেন। স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলে মাবিয়া মোট ১৮০ কেজি ওজন তুলেছেন।