স্ত্রীর বয়স যদি ১৮ বছরের বেশি হয় তা হলে তাঁর সম্মতি ছাড়া স্বামী সহবাস হলে তা ধর্ষণ নয়। রায় দিল ভারতের গুজরাত হাইকোর্ট।
এ ক্ষেত্রে স্ত্রী স্বামীর বিরুদ্ধে বৈবাহিক ধর্ষণের অভিযোগ আনতে পারবেন না বলে তারা জানিয়েছে।
বিচারপতি জে পি পার্দিওয়ালা বলেছেন, স্বামী যদি জোর করে সহবাস করেন, তবে তা ভারতীয় দণ্ডবিধির ৩৭৫ ধারায় ধর্ষণ সংক্রান্ত সংজ্ঞায় গ্রাহ্য হবে না। যে আইনের আওতায় কোনও মহিলা তাঁর স্বামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনতে পারেন না তার সমালোচনা করেন তিনি।
তবে ওরাল ও অস্বাভাবিক যৌনতা নিষ্ঠুরতার পর্যায়ে পড়ে বলে আদালত জানিয়েছে। আদালত বলেছে, ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারায় কোনও স্ত্রী অস্বাভাবিক যৌনতার অভিযোগে স্বামীর বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নিতে পারেন। কিন্তু এ ছাড়া আর কোনও যৌনতা ধর্ষণের আওতায় পড়ে না, সহবাস স্ত্রীর অসম্মতিতে হলেও হয় না।
তবে জোর করে যৌনতায় বাধ্য করলে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারায় শ্লীলতাহানির অভিযোগ আনা যেতে পারে বলে আদালত জানিয়েছে।