পুলিশের পাহারা থেকে হাতকড়াসহ পালিয়ে আমগাছের মগডালে আশ্রয় নেয় মাদক মামলার এক আসামি। পরে প্রায় দুই ঘণ্টা খোঁজাখুঁজির পর আবার তাকে আটক করে পুলিশ।
রবিবার (১৮ মার্চ) মাদারীপুরের পূর্ব ডাসারের কাঁঠালতলা বাজার এলাকায় চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমদাদুল হক।
তিনি বলেন, শনিবার ডাসার থানার পূর্ব দর্শনা গ্রামের সিরাজ মাদবরের ছেলে শাহাদাৎ মাদবরকে (১৮) একটি মাদক মামলায় গ্রেফতার করা হয়। রবিবার সকালে তাকে হাতকড়া পরিয়ে ভ্যানযোগে ডাসার থানা থেকে মাদারীপুর আদালতে নেয়া হচ্ছিল। ভ্যানটি কাঁঠালতলা বাজার এলাকায় পৌঁছলে পুলিশকে ফাঁকি দিয়ে হাতকড়াসহ দৌড়ে পালিয়ে যায়। প্রায় দুই ঘণ্টা খোঁজাখুঁজির পর আমগাছের মগডাল থেকে তাকে আবার আটক করা হয়।