logo
Update : 2018-07-23 18:10:58
সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধিদল

সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধিদল

  সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘন এবং বেআইনিভাবে বিএনপিকর্মীদের পুলিশি গ্রেফতারের বিষয়ে কথা বলতে বিএনপির চার সদস্যের একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে. এম. নুরুল হুদার সঙ্গে বৈঠকে বসেছে। সোমবার (২৩ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের নেতৃতে প্রতিনিধিদলটি প্রধান নির্বাচন কমিশনারের সভাকক্ষে বৈঠকে বসেছে। প্রতিনিধিদলের সদস্যরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, বিএনপির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান ও সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) ইমরান সালেহ প্রিন্স। বৈঠকে সিইসি কে. এম. নুরুল হুদা, নির্বাচন কমিশনার কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদত হোসেন ও ইসির অতিরিক্ত সচিব মো. মোখলেসুর রহমান উপস্থিত আছেন।