logo
Update : 2018-05-16 18:02:48
অজয় দেবগণের মৃত্যু নিয়ে ছড়িয়ে পড়েছে গুজব

অজয় দেবগণের মৃত্যু নিয়ে ছড়িয়ে পড়েছে গুজব

মাঝে মাঝেই অদ্ভুত সব খবর ভেসে বেড়ায় ইন্টারনেটে। বলা ভাল সোশ্যাল মিডিয়ায়। আচমকাই তা ভাইরাল হয়ে ওঠে। পরে দেখা যায়, সবটাই নিছক মিথ্যে গুজব। এর মধ্যে ভুয়া জঙ্গি হানার খবর যেমন থাকে, তেমনই থাকে তারকাদের সম্পর্কে বানানো সব খবর। যার মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায় মৃত্যু সংবাদ। সেই তালিকায় এবার যুক্ত হলেন অজয় দেবগণ। তিনি মৃত, এমনই বিশ্রী গুজব ছড়িয়ে গেল হোয়াটসঅ্যাপে। আর বার বার সাবধান করা সত্ত্বেও তথ্যের সত্যতা যাচাই না করেই তা ফরোয়ার্ড করতে শুরু করেন নেটিজেনরা। অবশেষে সামনে এল আসল সত্যি।     এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, ওই মেসেজে বলা হয়েছিল মহাবালেশ্বরের কাছে একটি হেলিকপ্টার ভেঙে পড়ে। সেই হেলিকপ্টারে ছিলেন বলিউড তারকা অজয় দেবগণ। মহাবালেশ্বর পুলিশ স্টেশনের একজন সিনিয়র পুলিশ আধিকারিক ওই সংবাদমাধ্যমকে স্পষ্ট করে জানিয়ে দেন, যদি এমন কিছু ঘটত, তাহলে তাঁরা অবশ্যই জানতে পারতেন। তিনি জানান, ‘‘আমরা বিষয়টি চেক করে দেখেছি। এমন কোনও ঘটনাই ঘটেনি।’’  গত এক সপ্তাহ ধরেই ঘুরছে এই ভুয়া মেসেজ।