logo
Update : 2018-01-12 17:25:04
আজমত-ক্লাস যুদ্ধজাহাজ থেকে দেশে তৈরি ক্ষেপনাস্ত্রের পরীক্ষা চালালো পাকিস্তান

আজমত-ক্লাস যুদ্ধজাহাজ থেকে দেশে তৈরি ক্ষেপনাস্ত্রের পরীক্ষা চালালো পাকিস্তান

- পাকিস্তান নৌ বাহিনীর জাহাজ হিম্মত থেকে দেশে নেভাল ক্রুজ মিসাইল ‘হারবাহ’র পরীক্ষা চালানো হচ্ছে, ছবি: পাকিস্তান নৌবাহিনী

  পাকিস্তান তার নতুন আজমত-ক্লাস টহল নৌযান পিএনএস হিম্মত থেকে দেশে তৈরি ক্রুজ মিসাইলের নৌ-সংস্করণ-এর পরীক্ষা চালিয়েছে। পাকিস্তানের নৌবাহিনী প্রধান এডমিরাল জাফর মাহমুদ আব্বাসি’র কথায় এই ‘হারবাহ’ নেভাল ক্রুজ মিসাইল গত ৩ জানুয়ারি উত্তর আরব সাগরে পরীক্ষা করা হয়। মিসাইলটি নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করে বলে নৌবাহিনীর সূত্র থেকে জানানো হলেও এ বিষয়ে বিস্তারিত আর কিছু বলেনি। ক্ষেপনাস্ত্রটি হিম্মত থেকে কতদূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয় সে বিষয়েও কিছু বলা হয়নি। পাকিস্তানে নৌবাহিনীর পেরি-ক্লাস ফ্রিগেট পিএনএস আলমগীর-এ অবস্থান করে এডমিরাল জাফর ও অন্য সিনিয়র নৌ কর্মকর্তারা ক্ষেপনাস্ত্রটির কার্যকারিতা প্রত্যক্ষ করেন। পাকিস্তান নৌবাহিনীর তৃতীয় আজমত-ক্লাস জাহাজ হিম্মত। গত বছর জুলাইয়ে এই জাহাজের কমিশন হয়।  চীনা নৌবাহিনীর হুজিয়ান-ক্লাস মিসাইল বোট-এর ডিজাইন অনুসরণ করে ৬৩ মিটার দীর্ঘ হিম্মত নির্মাণ করা হয়। হিম্মতে দুটি কোয়াডসহ আটটি নিক্ষেপক রয়েছে। এটি সি-৮০২এ স্যাম ক্ষেপনাস্ত্র মোতায়েনের উপযোগী। এছাড়া হিম্মতে তুরস্কের প্রতিরক্ষা কোম্পানি আসেলসান থেকে কেনা ২৫এমএম এসটিওপি রিমোট কন্ট্রোলড স্ট্যাবিলাইজড নেভাল গান এবং টাইপ ৬৩০ ৩০এমএম ক্লোজ-ইন উইপন সিস্টেম (সিআইডব্লিউএস) রয়েছে।   - সূত্র: সাউথ এশিয়া মনিটর ডট কম