logo
Update : 2017-12-04 19:51:12
৪ বছরের শিশুকে ফ্রাইপ্যানে ভাজলেন মা

৪ বছরের শিশুকে ফ্রাইপ্যানে ভাজলেন মা

চার বছরের মেয়েকে শাস্তি দিতে তাকে গরম ফ্রাইং প্যানে বসিয়ে দিলেন মা! শিশুটিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পিঠ ও পা গুরুতর ভাবে পুড়ে গিয়েছে। পাশপাশি তার শরীরে মারের চিহ্নও মিলেছে।  এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, অমানবিক এই ঘটনা ঘটেছে হায়দরাবাদে। অভিযুক্ত মা ললিতা মহাপাত্রকে গ্রেফতার করা হয়েছে।      জানা যাচ্ছে, ২৫ বছরের ললিতার সঙ্গে তাঁর প্রথম স্বামীর বিচ্ছেদ ঘটে বছর তিনেক আগে। এর পরে তিনি আর একজনের সঙ্গে থাকতে শুরু করেন। প্রথম পক্ষের তিন সন্তানের কেবল ছোটটিকেই সঙ্গে রেখে দিয়েছিলেন ললিতা। একটি হস্টেলের ওয়াচম্যানের কাজ করতেন তাঁর নতুন স্বামী। তিনি সেই হস্টেলেই রাঁধুনির কাজে নিযুক্ত হন।   ললিতা জানিয়েছেন, তাঁর স্বামী ছোট্ট মেয়েটিকে একেবারেই পছন্দ করতেন না। সেই সন্তানকে নিয়েই শুরু হয় গণ্ডগোল। এরই মধ্যে সেই মেয়েটি হস্টেলের এক আবাসিকের ল্যাপটপ খেলাচ্ছলে নীচে ফেলে দিলে সেটি ক্ষতিগ্রস্ত হয়। ওই আবাসিকের অভিযোগ শুনেই রেগে যান ললিতা ও তাঁর স্বামী। এর পরই খুদে শিশুটিকে ‘শাস্তি’ দিতে গিয়ে তাকে গরম তাওয়ায় তুলে দেন ললিতা।    যদিও ললিতার দাবি, তিনি তাঁর মেয়েকে মারতে গিয়েছিলেন। তখনই দুর্ঘটনার বশে মেয়ে গরম ফ্রাই প্যানে পড়ে যায়।  জানা যাচ্ছে, জখম মেয়েকে হাসপাতালে নিয়ে যান ওই দম্পতি। কিন্তু মেয়েকে নিজের সন্তান বলে পরিচয় দেননি তাঁরা। তাঁরা জানান, এই মেয়েটি পরিত্যক্ত, তাঁরা একে রেলওয়ে প্ল্যাচফর্মে কুড়িয়ে পেয়েছেন!   অভিযুক্ত দম্পতির বিরুদ্ধে শিশু নিগ্রহের অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এক সমাজকর্মী দাবি তুলেছেন, কেবল নিগ্রহ নয়, ওই দম্পতির বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ আনা হোক।