logo
Update : 2017-10-23 18:07:27
আইফোন চোর সীগাল! (দেখুন ভিডিও)

আইফোন চোর সীগাল! (দেখুন ভিডিও)

ইন্টারনেটে কোনোকিছু প্রকাশ করার স্বাধীনতা আপনার রয়েছে৷ কিন্তু তাই বলে প্রায় সবকিছু! এই ভিডিওতে দেখুন, সমুদ্রের পাড়ে ব্যায়াম করছিলেন দু'জন৷ দৌড়ে সিড়ি বেয়ে উপরে উঠবেন, আবার নামবেন৷ এরকম ভিডিও কোটি কোটি আছে ইন্টারেনেটে। তবুও তাদের সেটা বানাতে হবে৷ ভিডিও বানাতে তাই নিজেদের আইফোনটিকে দাঁড় করিয়ে রেখে তারা ছুটলেন সিড়ির দিকে৷ কিন্তু হঠাৎই ঘটনাস্থলে হাজির এক সীগাল৷ লাজুক পায়ে হাঁটতে হাঁটতে আইফোনের   কাছে গেল সেটি ৷ এবং একপর্যায়ে আইফোনটি ঠোঁটে নিয়ে ছুটতে শুরু করলো৷     মালিকেনের ভাগ্য ভালো বলতে হবে৷ তিনি বিষয়টি টের পাওয়ার পর ছুটতে শুরু করেন সীগালের পেছনে৷ একপর্যায়ে সীগালটি ক্ষান্ত দেয়৷ ফোন ফেলে রেখে ভেগে যায়৷ ইউটিউবে এই ভিডিওটি শেয়ার করেছেন সেই নারী, অর্থাৎ আইফোনের মালিক৷ কিন্তু কথা হচ্ছে, এরকম অহেতুক ভিডিও তৈরি আর কত?